সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অশনির প্র’ভা’বে ওড়িশা-অন্ধ্রপ্রদেশে ভা’রী বৃষ্টিপাত, ব্যা’হ’ত বিমান পরিষেবা

এখনও ফনি কিংবা আম্ফানের স্মৃতি টাটকা আছে। আর সেই আতঙ্ককে আরও একবার বাড়িয়ে ধেয়ে আসছে সাইক্লোন অশনি। ঘূর্ণিঝড় অশনি ঝড়ের তাণ্ডবের সম্ভাবনা ক্ষীণ। তবে, সাইক্লোন অশনির প্রভাবে বৃষ্টিতে ভাসবে পশ্চিমবঙ্গ, ওডিশা, অন্ধ্রের বিভিন্ন এলাকা।

ইতিমধ্যেই ওই তিন রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টি শুরু হয়েছে। বিশাখাপত্তনমে সমুদ্র উত্তাল। বৃষ্টির সঙ্গে বইছে দমকা হাওয়া। দুর্যোগের জেরে চেন্নাই বিমানবন্দরে হায়দরাবাদ, বিশাখাপত্তনম, জয়পুর, মুম্বই থেকে আসা ১০টি বিমান বাতিল করা হয়েছে।

বিশাখাপত্তনমেও বেশ কিছু বিমান বাতিল করা হয়েছে। অন্ধ্রের শীকাকুলামে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, ঘূর্ণিঝড় অশনির প্রভাবে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম, বিশাখাপত্তনম, পূর্ব গোদাবরি-সহ বিভিন্ন এলাকায় বৃষ্টি চলবে।

আরো পড়ুন: চীন লাদাখে সী’মা’ন্ত ইস্যুকে বাঁ’চি’য়ে রাখতে চা’য়, বললেন সেনাপ্রধান মনোজ পান্ডে

অশনির প্রভাবে ওডিশাতেও বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে। ওডিশার খুরদা, গঞ্জাম, পুরী, কটক, ভদ্রকে বৃষ্টি চলছে। অশনি পরিস্থিতিতে ওই চার উপকূলবর্তী এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদে অন্যত্র সরানো হয়েছে।

গঞ্জামের সুনাপুরের কাছে ১১ জন মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে। ওই মৎস্যজীবীদের নৌকা সমুদ্রে আটকে পড়েছিল। বুধবার গঞ্জা, খুরদা, পুরী, জগৎসিংপুর, কটকে বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার পুরী, জগৎসিংপুর, কটক, কেন্দ্রপাড়া, ভদ্রক, বালাসোরে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।