সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চীন লাদাখে সী’মা’ন্ত ইস্যুকে বাঁ’চি’য়ে রাখতে চা’য়, বললেন সেনাপ্রধান মনোজ পান্ডে

লাদাখ প্রসঙ্গ নিয়ে যদি প্রশ্ন করা হয়, তাহলে দেখা যাবে সেই সংঘাত মেটাতে চিন কতটা উতসুক হয়ে রয়েছে। এই বিষয় নিয়ে চিন তেমনভাবে কথা না বললেও ভারতের সেনা প্রধান মনোজ পান্ডে বলেছেন, আসলে চিন চায় না যাতে এই সমস্যার সমাধান হোক।

ভারত সর্বদা শান্তির বার্তা দিয়ে এসেছে, তাই ভারত সর্বদা শান্তির পথেই হাটতে চায়। এই বিষয় নিয়েও ভারত সমাধান খুজতে চায়। কিন্তু তিনি জানায়, এই বিষয়টি কখনই এক তরফা নয়।

মনোজ পান্ডে এই বিষয় নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন, সীমান্ত ইস্যু হল আসলে মূল সমস্যা। এর সমাধান যতটা সম্ভব তাড়াতাড়ি করা উচিৎ। তবে লক্ষ্য করে দেখা যাচ্ছে, চিন এই সমস্যাটিকে বাচিয়ে রাখতে দারুণ আগ্রহী।

আরো পড়ুন: তৃণমূল নেতার মেয়ের বাগদান, বে’জা’য় খু’শি সোনাক্ষী সিনহা, পাত্র কে?

তাছাড়া দেশের সীমান্ত রক্ষা ও তাঁর সঠিক অবস্থান বজায় রাখা, এটাই ভারতের মূল উদ্দেশ্য। এদিকে এই সমস্যা হওয়া কালীন ভারতের সেনা প্রধান ছিল এম এম নারাভানে। কিন্তু এখন সেখানে এসেছেন মনোজ পাণ্ডে।

২০২০ সাল থেকেই চিন ভারত সংঘাত সৃষ্টি হয়েছে। যেখানে চিনের আগ্রাসন ভারতের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে এই কারণে যে ভারত একেবারে ভয়ে সিটিয়ে গেছে সেটা কিন্তু নয়। এর যোগ্য জবাব দিয়েছে ভারত।

সেটা কূটনৈতিক দিক থেকে ও ব্যবসায়িক দিক থেকেও। ইতিমধ্যেই ৩ বছর কেটে গেছে তারপরেও কোনো সমাধান সূত্র মেলে নি লাদাখ সীমান্ত নিয়ে।

তবে ভারত সমাধান করতে চাইলেও চিনের তরফ থেকে কোনো উচ্চবাচ্য নেই। তাই এই বিষয় নিয়ে সেনা প্রধান জানিয়েছে, আমরা চিনের সাথে সীমান্তের সমাধান সূত্র খুজেই যাবো।

আমরা চিনের সাথে কথা বলেই যাব। একটা অবশ্য ভালো দিক রয়েছে, আমরা নিয়মিত সীমান্ত সমস্যা নিয়ে কথা চালিয়ে যাচ্ছি। আর সেটা অস্ত্রের মাধ্যমে নয় , কথার মাধ্যমেই। ভারতের সেনা প্রধান অনেকটাই আশাবাদী।