সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রান্নার গ্যাসে ২০০ টা’কা ভর্তুকি দে’বে কেন্দ্রে, এই সুবিধা কা’রা পাবেন জেনে নিন

গত কয়েকদিন আগেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রান্নার গ্যাসের ভর্তুকি কথা জানিয়েছেন। ২০০ টাকা করে ভর্তুকি দেওয়া হবে রান্নার গ্যাসে, সেই গ্যাসের সংখ্যা বছরে ১২ টি, সেই ১২ টি গ্যাসের ওপরেই দেওয়া হবে ভুর্তুকি ২০০ টাকা করে।উজ্জ্বলা যোজনা অন্তর্গত মোট ৯ কোটি মানুষ এই সুবিধা ভোগ করতে পারবে।

গত কয়েক মাস থেকে লক্ষ করলে দেখা যাবে রান্নার গ্যাসের দাম বেড়েছে অত্যধিক, সেটা ডোমেস্টিক হোক কিংবা কমার্শিয়াল সমস্ত গ্যাসের দাম ঊর্ধ্বমুখী তার কারণেই সাধারণ মানুষের চোখ কপালে।

১৪.২ কেজি সিলিন্ডারের দাম ১০০৩ টাকা । এবার সরকারের কথা মতো যদি ভুর্তুকি মঞ্জুর হয় তাহলে সেই গ্যাসের দাম দাঁড়াবে ৮০৩ টাকা। তবে এখন প্রশ্ন আসতেই পারে এই সুবিধা কারা কারা পেতে চলেছে?

আরো পড়ুন: পোশাক নয় ক’র্মই তার আসল পরিচয়, অসমে বন্যাদুর্গতদের পা’শে ব্যতিক্র’মী আমলা

যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার তপশিলি জাতি ও উপজাতি রয়েছে তারসাথে চা বাগানের কর্মী ও প্রাক্তন কর্মীরা, Antyodaya Anna Yojana (AAY)-র অন্তর্ভুক্ত মানুষজন ও যারা নিন্মবর্গের মানুষ জনেরা এই সুবিধা পাবে।