সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আত্মনির্ভর ভারত, INS VIKRANT-এ LCA-র ওঠানামা শুরু হ’য়ে গেল

আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে “আত্মনির্ভর ভারতের ” স্লোগান বহুবার শুনেছি। তার মতে আমাদের দেশের উচিত অন্য দেশের উপর ভরসা না করে নিজের দেশেই সব কিছু প্রয়োজনীয় কিছু উৎপাদন বা আবিষ্কার করা যাতে কোনো দেশ আমাদের দুর্বল না ভাবতে পারে। আর সেই কারণেই এই দেশে আত্মনির্ভর ভারতের কর্মসূচি শুরু হয়েছে। আর তারই আরেক সফল ধাপ আজ দেখা গেলো।

আজ প্রথমবার ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার ক্ষেত্রে ঐতিহাসিক পদক্ষেপ করল ভারত। প্রথমবারের জন্য দেশীয় এয়ারক্রাফট ক্যারিয়ার আইএনএস বিক্রান্তে অবতরণ করল ভারতে তৈরি ‘লাইট কমব্যাট এয়ারক্রাফট’-র (এলসিএ)। যা নৌবাহিনী ভার্সনের প্রোটোটাইপ ছিল। সেইসঙ্গে আইএনএস বিক্রান্ত থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরি এলসিএ উড়েছে।

যে আইএনএস বিক্রান্ত গত বছর সেপ্টেম্বরে ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভু্ক্ত হয়েছে। এই সোমবার আইএনএস বিক্রান্তে এলসিএ ওঠানামা করার ফলে ‘মেড ইন ইন্ডিয়া’-র সাফল্য আরও একবার বোঝা গেল। সেইসঙ্গে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত যে আত্মনির্ভরতার লক্ষ্যে নেমেছে, তাও আরো একবার সকলে বুঝল।

আরো খবর: শ্রেয়ার সঙ্গে কি বন্ধুত্ব আ’ছে? নাকি রয়েছে রে’ষা’রে’ষি? স্পষ্ট করলেন সুনিধি

তবে এই নাম গোপন রাখার শর্তে বিষয়টি নিয়ে এক আধিকারিক বলেছেন, ‘আজ যে কাজটা করা হল, সেটার মাধ্যমে দেশীয় প্রযুক্তিতে বানানো যুদ্ধবিমান নিয়ে দেশীয় এয়ারক্রাফট ক্যারিয়ার (যে নৌতরী থেকে বিমান ওঠানামা করতে পারে) তৈরি করা এবং চালানো নিয়ে ভারতের ক্ষমতা ফুটে উঠল।’

আবার অপর এক আধিকারিকের থেকে আরো কিছু ইনফরমেশন জানা যায়। এই যে একটা এলসিএ (নৌবাহিনী ভার্সনের) ওঠানামা করল, যখন পুরোপুরিভাবে ‘কাজ’ শুরু করার জন্য আইএনএস বিক্রান্তে গুরুত্বপূর্ণ ট্রায়াল চলছে। পরীক্ষামূলকভাবে ওঠানামা করছে বিমান। যে প্রক্রিয়ায় যুক্ত আছে মিগ-২৯কে যুদ্ধবিমান।

যে যুদ্ধবিমান এয়ারক্র্যাফট ক্যারিয়ার থেকে অবতরণের জন্য স্কাই-জাম্প ব্যবহার করে। আইএনএস বিক্রান্তে মোট ১২ টি মিগ-২৯কে যুদ্ধবিমান মোতায়ন করা হতে পারে বলে এক আধিকারিক জানিয়েছেন। সব মিলিয়ে আজ একটি ঐতিহাসিক দিন । এভাবেই যদি ভারত শক্তিশালী হয়ে ওঠে তাহলে আমাদের দেশে শত্রুদের আক্রমণ করা আরো কঠিন হতে চলেছে তা নিঃসন্দেহে বলাই যায়।