সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জি’এস’টি নিয়ে একটি কর্ম’শা’লা’র আয়ো’জন কর’লো মালদা মার্চেন্টস চে’ম্বা’র অফ ক’মা’র্স

জিএসটি নিয়ে একটি কর্মশালার আয়োজন করলো মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্স

মালদা,১১ আগস্ট : জিএসটি সংক্রান্ত বিষয় নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হলো মালদা বাণিজ্য ভবনে। বুধবার রাতে মালদা শহরের রথবাড়ি এলাকায় বাণিজ্য ভবনে আয়োজন করা হয় কর্মশালার।

উপস্থিত ছিলেন, সেন্টার মালদা রেঞ্জের জয়েন্ট কমিশনার সুদীপ মল্লিক, অ্যাসিস্ট্যান্ট কমিশনার দময়ন্তী ভট্টাচার্য, মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ড, সম্পাদক উত্তম বসাক, যুগ্ম সম্পাদক উজ্জ্বল সরকার, উপদেষ্টা মন্ডলীর সদস্য বিমল চন্দ্র দাস সহ অন্যান্য ব্যবসায়ীরা।

কর্মশালা নিয়ে মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সম্পাদক উত্তম বসাক বলেন, জি এস টি নিয়ে ব্যবসায়ীদের সচেতন করার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়। জি এস টি র বিভিন্ন নিয়ম বহু ব্যবসায়ীদের কাছে অজানা। কি পদ্ধতিতে জিএসটি কাটালে ব্যবসায়ীরা রিটার্নের সুযোগ পাবে সে সমস্ত বিষয় নিয়েই আলোচনা করা হয় কর্মশালায়।

নতুন জয়েন্ট কমিশনার কাজে যোগ দিয়েছেন তাই তার উপস্থিতিতে ব্যবসায়ীদের নিয়ে কর্মশালার আয়োজন করা হয়।