সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চীনের আকাশ হটাৎ করেই গাঢ় লাল হ’য়ে গে’লো, দেখুন ভিডিও

আচমকা আকাশ টকটকে লাল হয়ে উঠেছে! এই দৃশ্য দেখে শহরবাসীর চক্ষু চড়কগাছ। এমন টকটকে লাল আকাশ দেখে অনেকে অনেক রকম সন্দেহ করছেন।

কারো আশঙ্কা আকাশের এই হঠাৎ লাল হয়ে যাওয়া কোনো অশুভ ইঙ্গিত দিচ্ছে। কারো মতে, আগামী সাত দিনের মধ্যে ভূমিকম্পের ইঙ্গিত দিচ্ছে এই লাল আকাশ।

তবে ঘটনা যাই হোক না কেন তীব্র আতঙ্ক ছড়িয়েছে চীনের ঝুসান শহরের বাসিন্দাদের মধ্যে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে চীনের ঝুসান শহরের আকাশ টকটকে লাল হয়ে গিয়েছে।

আরো পড়ুন: নাতির স’ঙ্গে সমুদ্রে ঘু’র’তে গি’য়ে ধপাস, মদন মিত্রের পা পি’ছ’লে পড়ে যাওয়ার ভিডিও ভাইরাল

আকাশের এই রং স্বাভাবিক নয়। এরকম দৃশ্য কার্যত আগে দেখেননি অনেকেই। কাজেই আগামী দিনে ভয়াবহ কোনো কিছুর ইঙ্গিত পাচ্ছেন শহরবাসীরা। আকাশ কি কারনে হঠাৎ এরকম লাল হয়ে উঠল সেই নিয়ে তদন্ত চালাচ্ছে আবহাওয়া দপ্তর।


আলোর প্রতিসরণের কারণে এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে কি কারণে আকাশ হঠাৎ লাল হয়ে উঠেছে তার কারণ জানতে তৎপর আবহবিজ্ঞানীরা।

উল্লেখ্য 1770 সালেও আকাশ এরকম লাল হয়ে গিয়েছিল। টানা নয় দিন আকাশ লাল হয়েছিল। জাপানের বিজ্ঞানীরা দাবি করেছিলেন এটি ছিল একটি সৌরজাগতিক ঘটনা।

চীনের শহর এক্ষেত্রেও এমন ঘটনা ঘটেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও শহরবাসীরা এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন। তাদের বেশিরভাগের দাবি এটি কোনো অশুভ ইঙ্গিত দিচ্ছে।