সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

উপনির্বাচনে ল’জ্জা’জন’ক হা’র, শুভেন্দু-সুকান্তকে নিয়ে দলের অ’ন্দ’রে বি’ক্ষো’ভ কর্মীদের

উপনির্বাচনের ফলাফল সামনে আসার পর বিজেপির অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল। একটি টুইটে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অমিত মালব্যদের নাম উল্লেখ করে তুলোধনা করেছেন দলের বেশ কয়েকজন নেতা। এমনকী ফলাফল নিয়ে অগ্নিমিত্রা পালও টুইট করেছেন প্রধানমন্ত্রীকে।

এই পরাজয়ের জন্য তিনি ক্ষমাও চেয়ে নিয়েছেন। রাজ্যের দুই উপনির্বাচনেও পরাজয়ের মুখ দেখল বিজেপি। বিজেপির বেশকিছু সদস্য সোশ্যাল মিডিয়ায় রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতাদের দায়ী করেছেন প্রার্থীদের ব্যর্থতার জন্য।

বালিগঞ্জে হেরেছে বিজেপি। আসানসোলে একই অবস্থা। যদিও খানিকটা লড়াই করেছিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। তবে বালিগঞ্জে বিজেপির জামানত বাজেয়াপ্ত হয়েছে।

আরো পড়ুন: একটি গান গেয়েই হয়েছিলেন ভাইরাল, এখন আ’র্থি’ক সং’ক’টে “মানিকে মাগে হিতে” খ্যা’ত গায়িকা, চাইলেন অর্থ

এই নিয়ে বিজেপির আদি নেতারা সোশ্যাল মিডিয়ায় বাংলার নেতৃত্বকে তোপ দেগেছেন। সেখানে নিশানা করা হয়েছে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার–সহ বেশ কয়েকজনকে।

বিজেপির হয়ে এই দুই কেন্দ্রে প্রচার করেছিলেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা। আর এঁদের সঙ্গে এখন লকেট চট্টোপাধ্যায় এবং দিলীপ ঘোষদের দূরত্ব বেড়েছে।

লকেট সরাসরি বিদ্রোহ করেছিলেন দলের অন্দরে। সেখানে এই ফলাফলের জন্য তাঁরা সুকান্ত–শুভেন্দুকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তাঁরা বলে সূত্রের খবর।

তাই উপনির্বাচনের তারকা প্রচারকদের তালিকায়ও ছিলেন না লকেট চট্টোপাধ্যায় এবং দিলীপ ঘোষ। এই পরাজয়ের জন্য দুর্বল সংগঠনকেই তাঁরা দায়ী করেছেন।

আরো পড়ুন: আপনার কি ভালোবাসা করে বি’য়ে না দেখাশোনা করে বি’য়ে হবে? জন্ম তারিখ দে’বে উত্তর

এই নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট দেবেন তাঁরা বলে সূত্রের খবর। একের পর এক পরাজয় নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট দেওয়া হবে।

সেখানে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অমিত মালব্য–সহ সাধারণ সম্পাদক সংগঠনের নামও থাকবে। সংগঠন না বুঝেই তাঁরা কাজ করছেন বলে অভিযোগ করা হবে।