সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রূপঙ্কর পা’শে পেলেন নচিকেতাকে, কেকে-কে নিয়ে মুখ খুলতেই ক’টা’ক্ষে’র শি’কা’র গায়ক

৩১ শে মে গোটা ৯০ দশকের জেনারেশন চোখের জলে ভাসালো। জীবনের শেষ পারফরম্যান্স করে বিদায় নিলেন কে কে। কখনো ভাবা যায়নি যে, যে মানুষটি স্টেজের ওপর দাঁড়িয়ে তাদের আনন্দ দেওয়ার জন্য পারফরম্যান্স করছে সেই মানুষটিই আর কিছুক্ষণ পর সবাইকে ছেড়ে চলে যাবেন। ভাবা যায়নি যে কলকাতাই তাঁর জীবনের শেষ যাত্রা হবে।

নজরুল মঞ্চে উপস্থিত সমস্ত দর্শকেরা কখনো ভাবতে পারেননি তাদের প্রিয় গায়ককে শেষ দেখা। জীবনের শেষ সময়টুকুতেও তিনি তাঁর দর্শকদের এবং শ্রোতাদের অসংখ্য মুহূর্ত উপহার হিসেবে দিয়েই গেলেন।

যে সময়ে কে কে তাঁর শ্রোতাদের আনন্দ দান করছেন, ঠিক তাঁর উল্টো দিকে রূপঙ্কর বাগচী একটি ফেসবুক লাইক করেন এবং যেখানে কে কে কে নিয়ে অকথ্য ভাষায় আক্রমণ করেন এবং এই আক্রমণের কিছু মুহূর্তের পরে খবর আসে কে কে আর নেই যার পড়েই রূপঙ্করের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে যান সাধারণ মানুষসহ একাধিক শিল্পীরা।

আরো পড়ুন: নেহেরু-জিন্নারা দেশভাগ করে বুদ্ধিমানের কা’জ করেছেন, কংগ্রেস নেতার মন্তব্য ঘি’রে তু’মু’ল বি’ত’র্ক

একদিকে যখন সাধারন মানুষ এবং কিছু গুনতি কয়েক শিল্পীরা কে কের পাশে থেকে রূপঙ্কর বাগচীকে আক্রমণ করছেন ঠিক সেই সময়েই রুপঙ্করের ভাবনা-চিন্তার পাশে এসে দাঁড়িয়েছেন সংগীত শিল্পী নচিকেতা চক্রবর্তী। রূপঙ্কর বাগচীর মন্তব্যকে ঘিরে গায়ক নচিকেতা জানান যে,” রুপঙ্কর কে কেকে কোনরকমে ব্যক্তিগত আক্রমণ করতে চাইনি, রূপঙ্কর শুধুমাত্র অভিমানের জন্য এই কথা বলেছে।

একজন বাঙালি শিল্পী যখন অন্য রাজ্যে গান করতে যায় তখন তাকে কখনোই এতটা সম্মান এবং পারিশ্রমিক দেওয়া হয় না, কিন্তু উল্টো দিকে যখন কোন বোম্বের শিল্পী আমাদের রাজ্যে আসে তখন তাঁকে পারিশ্রমিক সহ তাঁর প্রতি সম্মান অনেক বেশি দেখানো হয়। রূপঙ্কর ছোট সেইজন্য ওর অভিমান হয়েছে।

যে সমস্ত শিল্পীদের হয়ে কথা বলেছিল তারাই আজ রূপঙ্ককরের বিরুদ্ধে এবং এটা সত্যিই ভালো নয়। ওদের উচিত ছিল ওর পাশে দাঁড়ানো”। তিনি আরও জানিয়েছেন, “রূপঙ্করের যে অভিমান হয়েছে সেটা আমরা যদি বুঝতে না পারি, তাহলে আমাদের মধ্যে কোন অনুভুতি নেই।

আরো পড়ুন: প্র’য়া’ত হলেন আরো একজন সংগীত শিল্পী, শো’কে’র ছা’য়া বলিউড জু’ড়ে

কেকের মৃত্যু একজন রাজার মতো এই ধরনের মৃত্যু প্রত্যেকটা মানুষই চায়। সব সময় প্রত্যেক শিল্পীরা চায় যেন তারা ভিড়ের চাপে মরে যায়, এটাই শিল্পীদের সার্থকতা। তিরিশ বছর ধরে বিভিন্ন জায়গায় পারফরম্যান্স করছি কিন্তু কেকের মতো মৃত্যু আজও হলোনা”।

নচিকেতা আরো জানান, তিনি রূপঙ্করের পাশে রয়েছেন এবং রূপঙ্করের কোন দোষ নেই সেটাই তিনি জানিয়েছেন। কে কে র মৃত্যুতে শোকস্তব্ধ সেটাও তিনি জানিয়েছেন । যদিও এই রকম মন্তব্য করে নচিকেতাও প্রবল সমালোচনার মুখে পড়েছেন।