সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নেহেরু-জিন্নারা দেশভাগ করে বুদ্ধিমানের কা’জ করেছেন, কংগ্রেস নেতার মন্তব্য ঘি’রে তু’মু’ল বি’ত’র্ক

মধ্যপ্রদেশের কংগ্রেস বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সজ্জন সিং ভার্মা দাবি করেছেন যে পণ্ডিত জওহরলাল নেহেরু এবং মহম্মদ আলি জিন্নাহ বিজ্ঞতার পরিচয় দিয়ে দেশভাগ করেছিলেন। আর তাঁর এইরূপ মন্তব্যের পর থেকেই বিতর্কের ঝড় উঠে গিয়েছে রাজনৈতিক মহলে।

শুধু এই নয়, এই নেতা এদিন মহম্মদ আলি জিন্নাহকে ‘স্বাধীনতা যোদ্ধা’ বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে দেশকে বিভক্ত করে তিনি সঠিক কাজ করেছিলেন। বুধবার একটি সাংবাদিক বৈঠক থেকে এই সমস্ত মন্তব্য করেছেন।

এদিনের বৈঠক থেকে তিনি কেন্দ্রের এবং মধ্যপ্রদেশের ক্ষমতাসীন বিজেপি সরকারের প্রতি প্রশ্ন তুলে জিজ্ঞাসা করেছেন যে, মুসলিম হওয়ার কারণে কী স্বাধীনতা সংগ্রামীর সংজ্ঞা পরিবর্তিত হয়ে যায়?

আরো পড়ুন: প্র’য়া’ত হলেন আরো একজন সংগীত শিল্পী, শো’কে’র ছা’য়া বলিউড জু’ড়ে

তারপর তাঁর সংযোজন, মুসলিম হওয়ার কারণে কী মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলে যায়? বিজেপি এই সংস্কৃতির প্রচার করছে। প্রধানমন্ত্রী মোদি তার ২৬ জানুয়ারির ভাষণে বলেছিলেন যে জওহরলাল নেহেরু এবং জিন্নাহ ১৯৪৭ সালে দেশকে ভাগ করার জন্য দায়ী। তাঁদের উচিত এই দুজনকে ধন্যবাদ জানানো উচিত।

কারণ তাঁরা দেশকে দুই ভাগে ভাগ করে বুদ্ধিমানের কাজ করেছিলেন। সবশেষে সজ্জন সিং ভার্মা নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবতকে কটাক্ষের সুরে বিদ্ধ করে বলেন, জিন্নাহ দেশকে ভাগ না করলে এঁরা বর্তমানে যে অবস্থানগুলি উপভোগ করছেন সেখানে থাকতে পারতেন না।