Home অফবিট ভারতীয় টা’কা কি দিয়ে তৈ’রি? কাগজ না অ’ন্য কি’ছু?

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভারতীয় টা’কা কি দিয়ে তৈ’রি? কাগজ না অ’ন্য কি’ছু?

আমাদের মনে কিন্তু এই প্রশ্ন সর্বদা থাকে যে, আমাদের যে কারেন্সি নোট সত্যি কি কাগজ দিয়ে তৈরী? অনেকেই মনে করেন ভারতীয় টাকা কাগজ দিয়ে তৈরী। তবে কিন্তু সেটা পুরোপুরি সত্যি নয়।

কারণ কাগজের বদলে নাকি ভারতীয় টাকা তুলো দিয়ে তৈরী করা হয়, এর কারণ একটাই টেকসই রাখার জন্য। কিভাবে তৈরী হয় সেটা এবার জেনে নেওয়া যাক। রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী ১০০% তুলো দিয়ে ভারতীয় নোট তৈরী করা হয়।

তবে লক্ষ্য করে দেখবেন শুধু ভারতেই নয় অন্যান্য দেশেও ঠিক একই ভাবে একই পন্থা অবলম্বন করা হয়। তবে তুলোকে কিভাবে কাগজের নোটে রুপান্তরিত করা হয়? ভেবে ভেবে অবাক হওয়ার মতোই ব্যাপার।

আরো খবর: ইসসসস! এক গাধাকে বাঁ’চা’তে গি’য়ে প্রাণ গেল ১৯ জনের, আ’হ’ত হলেন ২৪ জন

তুলোতে থাকে লিনেন, আর ব্যাঙ্ক নোট একটি কটন পেপারথেকেই তৈরী হয়। ইন্ডিয়ান টাইমসের একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে টাকার মধ্যে থাকে ৭৫% কটন ও ২৫% লিনেন।

তার জন্যই টাকা এত মজবুত হয়। এখানেই শেষ নয়, ভারতীয় টাকার নোটে নিরাপত্তা সংক্রান্ত নানা ধরনের বৈশিষ্ট্য থাকে। যার ফলেই নোট আসল কিংবা নকল সহজেই বোঝা যায়।