সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফাইনালের আ’গে আরব সাগরের ১০০ ফু’ট নী’চে দাঁ’ড়ি’য়ে আছেন মেসি, ভিডিও দে’খে তা’জ্জ’ব বি’শ্ব

আর মাত্র কয়েকটা ঘন্টা ইতিমধ্যেই উত্তেজনায় রক্ত টগবগ করে ফুটছে ফুটবলপ্রেমীদের। মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ও ফ্রান্স। তার মধ্যে আর্জেন্টিনার সমর্থকের সংখ্যা বেশি। তারা চাইছেন এবারের বিশ্বকাপ উঠুক মেসির হাতে। লুসাইল স্টেডিয়ামে মেসির বা পায়ের জাদু দেখবার জন্য মুখিয়ে আছেন ভক্তরা। আসমুদ্র হিমাচল শোরগোল পড়ে গিয়েছে ইতিমধ্যেই।

সম্প্রতি ভারতের লাক্ষাদ্বীপে ঘটে গেল এমনই এক ঘটনা যা অবাক করে দিয়েছে সকলকে। লাক্ষা দিবে মেসির ডাই হার্ড ফ্যান মোহাম্মাদ সাদিক। তিনি কি করলেন জানেন? বন্ধুবান্ধবদের নিয়ে বোটে করে গিয়েছিলেন আরব সাগরে। এদের মধ্যে একজন স্কু বা ডাইভ গিয়ার নিয়ে নেমে গিয়েছিলেন সমুদ্রের গভীরে। সেখানে মেসির একটি কাটআউট বসিয়ে তারা ছবি তুলেছেন।

কেরালা উপকূলে ৩৬ টি প্রবাল দ্বীপ নিয়ে তৈরি হয়েছে একটি দ্বীপপুঞ্জ। সেই দ্বীপপুঞ্জে মেসি মেসি রবে ফেটে পড়েছে। সম্প্রতি মোহাম্মদ সাদিক একটি সাক্ষাৎকারে জানিয়েছেন ক্রোয়েশিয়াকে হারিয়ে আর্জেন্টিনা সেমিফাইনালে উঠে গিয়েছে। একেবারে সমুদ্রের গভীরে আমি এবং আমার বন্ধুরা বিরিয়ানি ফেস্টিভ্যাল করেছি।

আরো খবর: ভেঙে পড়লো বি’রা’ট Aquarium, ভে’সে গেল রাস্তা, ত’ছ’ন’ছ হোটেল!

তখন থেকে ইচ্ছে ছিল সমুদ্রের গভীরে মেসির কাট আউট বসাবো। কেরালা নেইমার ভক্তরা কোজিকর জেলার পুল্লাভুর নদীর উপরে নেইমারের একটি ৪০ ফুটের কাটা আউট বানিয়েছিলেন। এরপর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও মেসিরও কাটআউট বানানো হয়েছিল। ২০১৪ সালে মেসি নিজের জাদু দেখাতে কোন কমতি না রাখলেও শেষ পর্যন্ত জয়ের মুখ দেখতে পাননি।

 

View this post on Instagram

 

A post shared by Iype Vallikadan (@iypevallikadan)

১-০ গলি জার্মানি আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। কাতার বিশ্বকাপে নামার আগেই মেসি জানিয়েছিলেন এটাই তার শেষ বিশ্বকাপ। এমনকি তাদের প্রথম অভিযানও খুব একটা সুখকর হয়নি।

 

View this post on Instagram

 

A post shared by Iype Vallikadan (@iypevallikadan)


মেসি বিরুদ্ধে দোষারোপ করেছিলেন তার ভক্তরাই। ব্রাজিলকে হারিয়ে গত বছর কোপা আমেরিকা কাপ জিতেছিল আর্জেন্টিনা। এবার বিশ্বকাপের মহারণ। সকলের একটাই দাবি! জিতে ফিরুক মেসি।