সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মেট্রোর মতোই ট্রেনেও এবার আ’লা’দা করে সি’ট থা’ক’বে মহিলাদের, ন’তু’ন পরিকল্পনা জেনে নিন রেলের

বাসে এবং মেট্রোতে মহিলাদের জন্য আলাদা সিট সংরক্ষিত থাকে। দিল্লির মেট্রো তে মহিলাদের জন্য প্রতিটি বগিতে সংরক্ষিত থাকে আসন। এছাড়াও মহিলাদের জন্য আলাদা করে বগি থাকে। লোকাল ট্রেনের ক্ষেত্রেও মহিলাদের জন্য আলাদা করে কামরা থাকে। এবার থেকে দূরপাল্লার যাতায়াতের ক্ষেত্রে মহিলাদের জন্য আলাদা সিট থাকবে বলে জানিয়ে দিল রেল মন্ত্রক।

কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়ে দিয়েছেন দূরপাল্লার ট্রেন গুলিতে মহিলাদের জন্য সুবিধার্থে ভারতীয় রেল ইতিমধ্যেই বিশেষ বার্থ বরাদ্দ করতে শুরু করেছে। এছাড়াও বেশ কিছু আলাদা সুবিধা মহিলাদের জন্য বরাদ্দ করেছে রেল কর্তৃপক্ষ।

কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন দূরপাল্লার মেইল এবং এক্সপ্রেস ট্রেনগুলিতে স্লিপার ক্লাসে 6 টি বিশেষ বার্থ বরাদ্দ করা হয়েছে। গরিব রথ, রাজধানী, দুরন্তসহ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেন গুলিতেও এবার থেকে মহিলাদের জন্য এই ব্যবস্থা থাকবে। মহিলা যাত্রীদের জন্য এসি কোচে 6 টি বার্থের রিজার্ভেশন কোটা হিসেবে রাখা হয়েছে।

প্রবীণ নাগরিক, 45 ঊর্ধ্ব মহিলা ও গর্ভবতী মহিলাদের জন্য প্রতিটি স্লিপার কোচে 6 থেকে 7টি লোয়ার বার্থ, শীতাতপ নিয়ন্ত্রিত 3 টিয়ার (3AC) কোচে 4 থেকে 5 টি লোয়ার বার্থ, শীতাতপ নিয়ন্ত্রিত 2 টিয়ার (2AC) কোচে 3 থেকে 4 টি লোয়ার বার্থ রাখা হচ্ছে বলে জানানো হয়েছে।