Home অফবিট ব্যবহার’কারী’দের সু’বি’ধা’র্থে এবার পে’মে’ন্ট ফিচা’র নিয়ে হা’জির হল হোয়াটসঅ্যাপ

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ব্যবহার’কারী’দের সু’বি’ধা’র্থে এবার পে’মে’ন্ট ফিচা’র নিয়ে হা’জির হল হোয়াটসঅ্যাপ

ব্যবহার'কারী'দের সু'বি'ধা'র্থে এবার পে'মে'ন্ট ফিচা'র নিয়ে হা'জির হল হোয়াটসঅ্যাপ

আমাদের সকলের প্রিয় হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার। এইঅ্যাপটির দ্বারা আমরা সকলেই সঙ্গে সংযোগ স্থাপন করতে পারি। এবার হোয়াটসঅ্যাপ নিজের ব্যবহারকারীদের জন্য আনতে চলেছে নতুন একটি আপডেট। মার্কিন এই মেসেঞ্জিং সংস্থা এবার ভারতীয় ব্যবহারকারীদের জন্য পেমেন্ট ফিচার নিয়ে হাজির হয়েছে হোয়াটসঅ্যাপ। মেসেঞ্জারের সঙ্গে সঙ্গে এবার পেমেন্ট করার পথ প্রশস্ত করা হলো এই অ্যাপের মাধ্যমে। ফেসবুকের মালিকাধীন সংস্থা নিজের ব্যবহারকারীদের আরো ভালো অভিজ্ঞতা দেওয়ার জন্য নিয়ে এসেছে নতুন একটি ফিচার।

হোয়াটসঅ্যাপ মেন্যুতে গিয়ে পেমেন্ট অপশন দেখতে পাবেন আপনি। সমস্ত ভারতীয় ব্যবহারকারীরা এই নতুন ফিচার পেমেন্ট ব্যাকগ্রাউন্ড এর মাধ্যমে নিজের টাকার লেনদেন করতে পারবেন খুব সহজে। এবার থেকে আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড থিম ব্যবহার করতে পারবেন আপনি। যে কোন অনুষ্ঠান এবং সামাজিক উৎসবে এই সমস্ত থিম ব্যবহার করতে পারবেন আপনি। ভারতের অন্যতম ভার্চুয়াল পেমেন্ট অ্যাপ গুলি যেমন পেটিএম, ফোন পে এবং গুগল পে এর সঙ্গে এবার প্রতিযোগিতায় নেমে গেল হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার।

ভারতের ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস পদ্ধতির সাহায্যে আপনি এক ব্যাংক একাউন্ট থেকে অন্য ব্যাংকে একাউন্টে টাকা লেনদেন করা যাবে। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার সাহায্যে পুরো প্রক্রিয়াটি করা হবে। বর্তমানে ভারতে ২২৭ টির বেশি ব্যাংক এটিকে সমর্থন করেছে। ২০২০ সালে ভারতে এই প্রেমেন্ট ফিচার লঞ্চ করে, যেটি সকলের জন্য এবার নিয়ে আসা হচ্ছে। হোয়াটসঅ্যাপ পেমেন্টের ডিটেক্টর জানিয়েছেন, ঝুঁকিহীন দৈনন্দিন পেমেন্ট সংখ্যা বাড়াতে এবং গ্রাহকদের নতুন অভিজ্ঞতা দেবার জন্য আমরা পেমেন্ট ব্যাকগ্রাউন্ড সহ অন্যান্য ফিচার নিয়ে এসেছি। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা নানা ধরনের থিম ব্যবহার করে নিজেদের টাকা লেনদেন করতে পারবেন খুব সহজে।