সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মৃ’ত্যু’কে জ’য় করে নিলো বালক, ১৫ দিনে ৩ বার সাপের কা’ম’ড় খেয়েও জী’বি’ত!

বিহারের ঔরঙ্গাবাদের মফস্বল থানা এলাকার বিজোই গ্রামের ১২ বছরের এক বালককে গত ১৫ দিনে তিনবার সাপে কামড়ালো। কিন্তু বালকটি প্রতিবারই বেঁচে গেল । বারংবার এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত বালকের পরিবার।

পরিবারের সদস্যরা ছেলেটিকে জেহানাবাদে তার পিসির বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। শিশুটির দাদু ফেকান ভগত জানান, গত ২ জুলাই তাঁর নাতি নীরজকে বাড়ির বাইরে একটি বিষাক্ত সাপে কামড়ায়।

নীরজের চিৎকার শুনে লোকজন সেখানে পৌঁছে দেখেন তাকে সাপে কামড়েছে। এটি ছিল সাপের কামড়ানোর প্রথম ঘটনা। সঙ্গে সঙ্গে তাকে ঔরঙ্গাবাদ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরো পড়ুন: রেলে মাত্র ৩০ টা’কা’র বিনিময়ে খে’তে পারবেন লাঞ্চ ও ডিনার, এই শ’র্ত মানলেই কেল্লাফতে

সেখান থেকে মগধ মেডিক্যাল কলেজে রেফার করা হয় নীরজকে। সুস্থ হওয়ার পর নীরজ একদিন বাড়ির বাইরে খেলা করছিল। সেই সময় ফের তাকে সাপে কামড়ায়। এবার পরিবারের সদস্যরা ঝাড়-ফুঁক করালে সুস্থ হয়ে যায় নীরজ।

তবে সেখানেই শেষ হয়, গত ১৩ জুলাই তৃতীয়বার তাকে সাপে দংশন করে। সেবারও কামড়ের জেরে চিৎকার করে ওঠে নীরজ। এরপর অজ্ঞান হয়ে যায় সে। মুখ থেকে গ্যাঁজলা বেরোতে থাকে।

সঙ্গে সঙ্গে তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নীরজ সেখানে চিকিৎসার পর সুস্থ হয়। একই বালককে বারবার সাপে কামড়ানোর ঘটনা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে এলাকায়।