সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভারতে নি’য়ে আসার সব রা’স্তা পরিষ্কার, ক’বে দেশে ফিরছেন নীরব মোদি?

শেষ রক্ষা আর হলো না, অনেক চেষ্টা করা হয়েছিল যাতে তাকে ভারতে নিয়ে না আসা হয়। কিন্তু শেষ পর্যন্ত তার কোনো কারসাজিই খাটলো না। এখানে কার কথা বলা হচ্ছে? আশা করি বুঝতেই পেরেছেন। ১৩ হাজার কোটি টাকার পি এন বি কেলেঙ্কারী কান্ডে অভিযুক্ত হীরে ব্যবসায়ী নিরব মোদী। গত সেপ্টেম্বর মাসে লন্ডন হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় তাকে ভারতে নিয়ে আসার।

কিন্তু এরপরেই তিনি আবার সুপ্রিম কোর্টে আবেদনের অনুমতি চায়, কিন্তু আজ বৃহস্পতিবার সেই আবেদনও খারিজ করে দেওয়া হলো লন্ডন হাইকোর্টের তরফ থেকে। এই নিরব মোদী বিএনপি সহ একাধিক ব্যাংক জালিয়াতি করে দেশ ছেড়ে পালিয়ে ছিল। দেশ ছেড়ে পালিয়ে কোনোভাবেই হাতের নাগালে আসছিল না সে। কিন্তু শেষ পর্যন্ত লন্ডনের ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলতে গিয়ে হাতেনাতে ধরা পরে সে।

তারপর থেকেই তাকে ভারতে ফেরানোর বিভিন্ন পন্থা অবলম্বন করা হচ্ছিল, এতটা সহজে সেটা করা সম্ভব না হলেও শেষ পর্যন্ত ভারত সরকারই জয়লাভ করেছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস কোর্ট নিরব মোদীকে ভারতে নিয়ে আসার নির্দেশ দিয়েছিল। সেখানকার বিচারপতি স্পষ্ট জানিয়ে দেয় একেবারে ভারতীয় বিচারব্যবস্থা তেই বিচার হবে নিরব মোদির। তবে নীরব মোদী একের পর এক চাল চালতে থাকে, যার ফলেই তার ভারতে ফেরা আরো পিছিয়ে যায়।

আরো খবর: গ’র্ভে নয়, আগামী দিনে বাচ্চার জ’ন্ম হবে কারখানায়! জানাচ্ছেন বিজ্ঞানীরা

সে দাবি করে তার মানসিক স্বাস্থ্য একেবারে ভালো নয় ভারতে গেলে সে নাকি উপযুক্ত বিচার পাবে না, এমনকি সে এই কথাও বলে যে ভারতের জেলের যা মান, সেখানে থাকা তার পক্ষে সম্ভব নয়। এই ধরনের সমস্ত rg খারিজ করে দেওয়া হয় এমনকি শেষ পর্যন্ত হাইকোর্টে যাওয়ার আবেদন খারিজ করে দেওয়া হয় তার। যার ফলে তার ইচ্ছা না থাকলেও তাকে এবার ভারতে ফিরে আসতেই হবে।