সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পেট্রোল সেঞ্চুরি ছুঁইছুঁই, লি’টা’রে ৯০ কি’মি ছু’ট’বে এই দুই কোম্পানির বা’ই’ক, জেনে নিন

এই বাইক এক লিটারে ছুটবে ৯০ কিমি;দাম ৫০ হাজারেরও কম।ভারতবর্ষ জুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেট্রলের দাম। দেশের একাধিক শহরে পেট্রল বিক্রি হচ্ছে ১০০ টাকার উপরে।

বর্তমান এই সময়টাতে যারা বাইক কেনার কথা ভাবছেন, তাদের নজর রয়েছে বেশি মাইলেজ দেয় এমন বাইকের দিকে।এক্ষেত্রে দু’টি সেরা অপশন হতে পারে। এই দু’টি বাইক কোম্পানি জানিয়েছে, এগুলি ৯০ কিমি মাইলেজ দিতে পারে।

প্রথম বাইকটি বাজাজের বাইক। সংস্থার দাবি, তাদের CT100 বাইকটি এক লিটার পেট্রলে ৮৯.৫ কিমি দূরত্ব অতিক্রম করতে সক্ষম। এটির ইঞ্জিন রয়েছে ডিটিএস-আই ইঞ্জিন। এছাড়া এই বাইকে আরামদায়ক বসার জায়গা, পেট্রল ট্যাঙ্কে রাবার প্যাডের বিশেষ ব্যবস্থা রয়েছে।

Hero HF 100 या Bajaj CT100: 50000 रुपये से सस्ती इन बाइक्स में किसे खरीदें,  पढ़ें कम्पेरिजन

HF100 এই মডেলটিতে i3s sensor-এর সুবিধা দিয়েছে Hero। এই সেন্সর পেট্রোলের খরচ কমায়। এছাড়া এটিতে রয়েছে ইনস্ট্যান্ট পিক-আপের সুবিধা। দিল্লির শোরুমগুলিতে এর বেসিক ভেরিয়েন্টের দাম রয়েছে, ৪৯,৪০০ টাকা। একাধিক রঙে এই মডেলটি পাওয়া যায়।

দিল্লিতে বাজাজ CT100-এর এক্স শোরুমের দাম ৪৯,১৫২ টাকা। অর্থাৎ ৫০ হাজারেরও কম টাকায় পাওয়া যেতে পারে এই দারুণ বাইকটি। একাধিক রঙে এই মডেলটি পাওয়া যায়।

Bajaj CT100 या Hero HF Deluxe खरीदने से पहले जानें कौन सी है बेस्ट Bajaj  CT100

Hero MotoCorp-এর HF100 বাজাজের CT100-এর মতোই আর একটি বাইক। সংস্থার তরফে দাবি করা হয়েছে, এটি প্রতি লিটারে ৭০ কিমি পর্যন্ত যায়।