সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ছাত্রকে গরুর রচনা লিখতে বলা হয়েছিল, লেখা দেখে কপাল চা’প’ড়া’চ্ছে’ন শিক্ষক! রইলো ভিডিও

ছোটো বাচ্চাদের কাজ কর্ম সব সময়ই খুব মজাদার হয়। ছোটো ছোটো খুদেদের নিষ্পাপ মনের কাজ গুলোয় যে বুদ্ধি থাকে তা আমাদের বেশ আশ্চর্য করে। এই কারণে খুব সহজেই তারা অন্যদের মন জয় করে নিতে পারে। তবে দুষ্টুমি করার জন্য কিংবা পড়াশোনায় ফাঁকি দেওয়ার জন্য অবশ্য মা-বাবার কাছে বকুনি খায়নি, এমন বাচ্চা বোধহয় খুঁজলেও পাওয়া যাবে না।

অনেক সময় ইন্টারনেটেও তাদের নানা মজাদার কাণ্ডকারখানার ভিডিও ভাইরাল হয়। তেমনই এক মজার ভিডিও-র বিষয়ে কথা বলব আজ! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে ক্লাসঘরে এক ছাত্রকে তার শিক্ষক গরু সম্পর্কে রচনা লিখতে দিয়েছেন। আর সেই ছাত্র গরু সম্পর্কে যে রচনা লিখেছে সেটাই আজকের আলোচ্য বিষয়।

ইনস্টাগ্রামে পোস্ট হওয়া ওই ভিডিও ক্লিপটির ভিউ ১ লক্ষ পার করেছে! যা দেখে নেটিজেনদের হাসি আর থামছেই না! কি এমন লিখেছে ওই খুদে আসুন জেনে নেওয়া যাক। এখানে ভিডিওটিতে দেখা যাচ্ছে, আদর্শ নামে ওই নাবালক ছাত্রকে ক্লাসঘরের ব্ল্যাকবোর্ডে লিখতে পাঠিয়েছেন শিক্ষক।

আরো খবর: খাদ্য দপ্তরের বেআইনি নি’য়ো’গ কি বাতিল হ’বে? মামলার শুনানিতে ধ’ম’ক বিচারপতির

তাঁকে বলতে শোনা যায়, “আদর্শ বেটা, আপকো গাই কে উপর এক নিবন্ধ লিখনা হ্যায়, শুরু হো যাও।” (আদর্শ, তোমাকে গরুর উপর একটা রচনা লিখতে হবে, শুরু করে দাও)। শিক্ষকের নির্দেশ শোনা মাত্রই বোর্ডের উপর চক বুলিয়ে উত্তর লিখতে শুরু করে ওই ছাত্র।

সে প্রথমে হিন্দি অক্ষরে লেখে ‘গাই’ (গরু)। এর পর কি লিখবে সেটাই দেখার ছিল। কিন্তু রচনা আর এগোয় না। উল্টে ‘গাই’ শব্দের ঠিক উপরে হিন্দি হরফে আদর্শ লেখে ‘নিবন্ধ’ (রচনা)! ব্যস! লেখা শেষ হতেই শিক্ষকের দিকে ফিরে মিষ্টি করে হাসতে থাকে সে।


এখানেই শেষ হয়ে যায় ভিডিও। আর এর ইনটেক্সটে লেখা ছিল, ‘ওয়ার্ক স্মার্ট, নট হার্ড’ (বুদ্ধি খাটিয়ে কাজ কর, অতিরিক্ত পরিশ্রম করার দরকার নেই)! একটা বাচ্চার এমন দুষ্ট বুদ্ধি বলুন বা স্মার্ট বুদ্ধি বলুন থাকতে পারে সত্যিই কল্পনা করা যায়না।