সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বেড়েই চলেছে গঙ্গার জলস্তর, একটু পরেই পৌঁ’ছে যা’বে ৫.৫৮ মিটার, বন্ধ সব লকগেট

ক্রমাগত বৃষ্টির জেরে জলে ভাসছে কলকাতা। যার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা ক্রমশ ব্যাহত হচ্ছে। এরই মধ্যে আবার সতর্কবার্তা জারি করেছে প্রশাসন। কলকাতা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই গঙ্গার জলস্তর বাড়তে চলেছে। যার ফলে কলকাতা পুরসভার তরফ থেকে গঙ্গার লকগেট বন্ধ করার কাজ শুরু হয়েছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, আজ দুপুর ১২.৫৯ মিনিটে গঙ্গার জলস্তর হবে ৫.৫৮ মিটার। তাই আগে থাকতে সতর্ক হয়েছে প্রশাসন।

গঙ্গার জল স্তর বৃদ্ধির খবর পেয়ে সোমবার সকাল ১০.৩০ থেকে বিকেল তিন’টে পর্যন্ত গঙ্গার লক গেট বন্ধ করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, এই সময়কালের মধ্যে যদি শহর জুড়ে বৃষ্টি নামে তাহলে কলকাতা শহরের বুকে জল জমবে। তবে বিকেল তিনটের পর লক গেট খুলে দিলে জল আবার বেরিয়ে চলে যাবে বলে জানানো হয়েছে।

গতকাল রাত থেকে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টিপাতের দরুন কলকাতাসহ আশপাশের জেলাগুলোতে জল জমেছে। বিভিন্ন এলাকা এখন জলমগ্ন হয়ে রয়েছে যার ফলে ব্যাহত হয়েছে সাধারণ মানুষের জীবনযাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তর এর তরফ থেকে জানানো হয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট জোড়া ঘূর্ণবাতের দরুন বর্তমানে সারা রাজ্য জুড়ে বৃষ্টিপাত চলছে। রবিবার রাত এক’টা থেকে সোমবার সকাল ছ’টা পর্যন্ত পাঁচ ঘণ্টায় কলকাতার একাধিক জায়গায় ১০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

সারারাত ধরে বৃষ্টি হওয়ার জন্য আলিপুর-বর্ধমান রোড, বেহালা, পর্ণশ্রী বীরেন রায় রোড ওয়েস্ট-সহ ১২১ নম্বর ওয়ার্ড আপাতত জলের তলায়। মহেশতলার বজবজ ট্রাঙ্ক রোড, বাটা মোড় থেকে জিনজিরা বাজার পর্যন্ত এলাকা সম্পূর্ণ জলমগ্ন হয়ে রয়েছে। ধাপা, উল্টোডাঙা এবং কালীঘাটে সর্বাধিক বৃষ্টি হয়েছে। সেক্টর ফাইভ, সল্টলেক অব্দি জলের তলায় ডুবে গিয়েছে।