সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিয়ের ৬ মাসের মাথায় ক’রো’নায় মৃ’ত্যু স্বামীর, চিকিৎসার ৪০ লক্ষ টা’কা দান তরুণীর

মাত্র ছয় মাসের মধ্যেই সব স্বপ্নের অবসান। স্বামী, শ্বশুর-শাশুড়িকে নিয়ে সবে মাত্র গুছিয়ে সংসার করতে শুরু করেছিলেন উড়িষ্যায় ভদ্রকের এক তরুণী মৌসুমী মহান্তি। বিয়ের মাত্র ছয় মাসের মাথাতেই তার স্বামীর মৃত্যু হল। করোনা কেড়ে নিয়েছে তার জীবন। 2021 সালের 5 মে করোনা আক্রান্ত হয়েছিলেন মৌসুমীর স্বামী অভিষেক। তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানে তার অবস্থার অবনতি হয়।

চিকিৎসকের কথামতো তাকে একমো পরিষেবা দেওয়ার প্রয়োজন ছিল। তবে এত ব্যয়বহুল চিকিৎসা করার মত সামর্থ্য ছিল না মৌসুমীর। তাই তিনি নেট মাধ্যমে সাহায্য চেয়ে বসেন। নেটিজেন থেকে অনেক সাহায্য পেয়েছিলেন তিনি। তারপর তিনি কলকাতায় আসেন স্বামীর চিকিৎসা করাতে। যদিও 83 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর অবশেষে হার মেনে নেন অভিষেক। তবে স্বামীর মৃত্যুর পর অভিযুক্ত চিকিৎসার জন্য 40 লক্ষ টাকা তখনো স্ত্রীর কাছে ছিল।

এই টাকা মৌসুমী করোনা চিকিৎসার জন্যই ব্যয় করতে চান। মৌসুমী জানিয়েছেন এখনো তাকে অনেকেই সাহায্য করছেন। সেই সমস্ত টাকা তিনি করনা চিকিৎসার কাজে ব্যবহার করতে চাইছেন। তাই তিনি 40 লক্ষ টাকার মধ্যে থেকে 30 লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দিয়েছেন। বাকি 10 লক্ষ টাকা জেলার রেডক্রস সোসাইটিতে দান করা হয়েছে।

মৌসুমী চাইছেন স্বামীর চিকিৎসার জন্য তার কাছে যে টাকা জমা হয়েছে সেই টাকা আরেকজনের চিকিৎসার কাজে লাগুক। বর্তমানে সকলেই মহামারীর কবলে। তার স্বামী আর পৃথিবীতে নেই। তবে তার চিকিৎসার জন্য সংগ্রহ করা টাকাটা তিনি দুস্থ মানুষের চিকিৎসার কাজে ব্যবহার করতে চান।