সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

উ’ত্ত’র দি’না’জ’পুর যাও’য়া’র প’থে মালদা নিউ সা’র্কি’ট হা’উ’সে কামার’হাটি বি’ধা’য়’ক মদন মিত্র

উত্তর দিনাজপুর যাওয়ার পথে মালদা নিউ সার্কিট হাউসে কামারহাটি বিধায়ক মদন মিত্র

মালদা,২৪ আগস্ট : বুধবার উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জের একটি বেসরকারি স্কুলের অনুষ্ঠানে যাওয়ার পথে মালদা জেলায় নিউ সার্কিট হাউসে বিশ্রাম নিলেন কামারহাটি বিধায়ক মদন মিত্র। সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। আসানসোল ও বনগাঁ উপনির্বাচন প্রসঙ্গে মদন মিত্র বলেন, নির্বাচনে ফল যা হওয়ার ছিল তাই হয়েছে। এক নম্বরে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আসানসোলের সিপিএমের ২ নম্বরে উঠে আসা প্রসঙ্গে তিনি বলেন, পশ্চিমবঙ্গের একটা মৌলবাদী শক্তি উত্থান করার চেষ্টা করা হচ্ছিল বিশেষ করে উত্তরবঙ্গে। তারা যদি দ্বিতীয় থেকে তৃতীয় হয়ে যায়, তাহলে এমন দিন আসবে তারা জিরো হয়ে যাবে।
বিচারপতিকে হুমকির চিঠি নিয়ে অনুব্রতর দাবি নিয়ে মদন মিত্র বলেন, আমি শুনেছি অনুব্রত বলেছেন সমস্ত কেস সিবিআইকে দিয়ে তদন্ত হোক। এতে আমি অসংবিধানিক কিছু দেখছি না। অনুব্রত গ্রেপ্তার হয়েছে তদন্ত চলছে তাতে কেউ বাধা দিচ্ছে না।

তিনি বলেন, সারা ভারতবর্ষে বিজেপি একটা চেষ্টা করছে সমস্ত গণতন্ত্রকে কুক্ষিগত করা। সিবিআই হচ্ছে এখন জামাকাপড় চেঞ্জ করার মত। এই মুহূর্তে নির্বাচন হলে রাজ্যে ২৭৫ টা আসন জিতবে তৃণমূল দাবি মদন মিত্রের।
পূজা কমিটি গুলিকে টাকা দেওয়ার বিষয়ে বিজেপিকে নিয়ে কটুক্তি করেন তিনি।