সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সব দেশই আ’গে নিজেদের সুবিধার ক’থা চিন্তা করবে, রাশিয়া থেকে তেল কে’না নিয়ে ম’ন্ত’ব্য জয়শঙ্করের

ভারতে তেলের দাম যত দিন যাচ্ছে বৃদ্ধি পাচ্ছে। সাধারন মানুষের নাজেহাল অবস্থা। এই অবস্থায়, রাশিয়া থেকে অশোধিত তেল কিনতে চাইলো ভারত। রাশিয়া থেকে তেল কেনা নিয়ে পশ্চিমী দেশগুলির সমালোচনার জবাব দিতে এ ভাবেই এ বার মুখ খুললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

ব্যাংককের একটি অনুষ্ঠানে বিদেশমন্ত্রী বলেছেন, ‘‘আমরা রক্ষণাত্মক ভাবে সিদ্ধান্ত নিচ্ছি না। দেশের মানুষের স্বার্থ সম্পর্কে আমরা অবগত। আমাদের দেশের মাথাপিছু গড় আয় ২ হাজার ডলার। এখানে অনেক মানুষ রয়েছেন, যাঁদের বেশি দামে জ্বালানি কেনার সামর্থ নেই।

এটা আমার বাধ্যবাধকতা, আমার নৈতিক কর্তব্য যে তাঁদের জন্য যেটা সেরা, সেটাই আমি করব।’’ভারতের এই সিদ্ধান্ত নিয়ে বাকি দেশগুলি সন্তুষ্ট নয়। কিন্তু ভারতের তরফ থেকে সাধারণ মানুষের সুবিধের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরো পড়ুন: বি’রো’ধী’রা কোনো ফ্যাক্টরই নয়, সার্ভে রিপোর্টে জনপ্রিয়তার নি’রি’খে সে’রা নরেন্দ্র মোদি

ফলে পশ্চিমী দেশ গুলোর আপত্তি উড়িয়ে দিয়ে জয়শঙ্কর আরও বলেন, ‘‘এমন একটা সময়ে আমরা দাঁড়িয়ে রয়েছি, যেখানে তেলের দাম আকাশছোঁয়া। দাম বাড়ছে গ্যাসেরও। এশিয়ার অনেক তেল সরবরাহকারী ইউরোপের দিকে ঝুঁকেছে…।

পশ্চিম এশিয়া ও অন্যান্য উৎস, যারা ভারতে তেল সরবরাহ করত, তাদের থেকে বেশি পরিমাণে কিনছে ইউরোপ। এমন একটা পরিস্থিতি, যেখানে সব দেশেই নিজেদের নাগরিকদের জন্য সেরাটা দেখবে। আমরাও সেটা করছি।’’

প্রসঙ্গত উল্লেখ্য, রাশিয়া- ইউক্রেনের যুদ্ধে সকল দেশ গুলি রাশিয়াকে কোন ঠাসা করার চেষ্টা করছে। সেখানে রাশিয়া থেকে তেল আমদানি করাকে ভালো চোখে দেখছে না আন্তর্জাতিক মহল। ব্যাঙ্ককে জয়শঙ্করের মন্তব্যের পর ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, ভারতের থেকে বেশি পরিমাণ সমর্থন আশা করেছিল তার দেশ।

তিনি বলেছেন, ‘‘রাশিয়ার অশোধিত তেল কিনছে ভারত। আমরা এ ব্যাপারে অবগত। আমরা এতে অবাক হইনি…। বেশি ছাড়ে ভারত যে রাশিয়ার অশোধিত তেল কিনছে, তাতে ওদের বোঝা উচিত যে, এই ছাড়গুলির মূল্য চুকিয়েছে ইউক্রেনিয়ানদের রক্ত।’’

সব মিলিয়ে একটা অসস্তিকর অবস্থার সৃষ্টি হয়েছে। কিন্তু শেষ অবধি ভারতের বিদেশ মন্ত্রী এটাই বলেন যে, সততার সঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। ওরা (পশ্চিমী দেশগুলি) হয়তো প্রথমে প্রশংসা করবে না। কিন্তু তার জন্য চালাকির আশ্রয় নেওয়ার প্রয়োজন নেই। আমার বিশ্বাস বাস্তবটা মেনে নিয়ে বিশ্ব এটাকে মেনে নেবে।’’