সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পিতৃ হা’রা হলেন সুরেশ রায়না, শো’কে’র ছা’য়া প্রাক্তণ ক্রিকেটারের পরিবারে

প্রয়াত ভারতের প্রাক্তন অলরাউন্ডার সুরেশ রায়নার বাবা। ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন সুরেশ রায়নার বাবা ত্রিলোকচাঁদ রায়না । রবিবার গাজিয়াবাদের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রায়নার বাবা। নানা সাক্ষাৎকারে একাধিকবার রায়না জানিয়েছিলেন, তাঁর খেলার পিছনে বড় অবদান রয়েছে তাঁর বাবার।

প্রয়াত ভারতের প্রাক্তন অলরাউন্ডার সুরেশ রায়নার বাবা। ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন সুরেশ রায়নার বাবা ত্রিলোকচাঁদ রায়না । রবিবার গাজিয়াবাদের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রায়নার বাবা। নানা সাক্ষাৎকারে একাধিকবার রায়না জানিয়েছিলেন, তাঁর খেলার পিছনে বড় অবদান রয়েছে তাঁর বাবার।

রবিবার সকালে সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রয়াণের খবরে, শ্রদ্ধা জানিয়ে টুইটও করেছিলেন সুরেশ রায়না। কিন্তু তখনও হয়তো তিনি ভাবেননি, আজ তিনিও পিতৃহারা হতে চলেছেন।

আরো পড়ুন: গালে যদি তি’ল থা’কে তবে উপচে পড়বে টা’কা-পয়সা! কি হবে তাদের ভবিষ্যত?

রায়নার বাবার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন রায়নার সতীর্থ হরভজন সিং। ভাজ্জি টুইটারে লেখেন, “সুরেশ রায়নার বাবার খবর জানতে পেরে ভীষণ খারাপ লাগছে। শান্তিতে থাকুন চাচাজি”।

প্রসঙ্গত, সুরেশ রায়নার বাবার পৈত্রিক গ্রাম হল জম্মু ও কাশ্মীরের ‘রায়নাওয়াড়ি’। ১৯৯০ এর দশকে কাশ্মীরি পণ্ডিতদের হত্যার পর রায়নার বাবা সেই গ্রাম ছেড়ে চলে আসেন। এর পর তিনি পরিবার নিয়ে মুরাদনগর গ্রামে বসবাস করা শুরু করেন।

Former India cricketer Suresh Raina's father passes away after prolonged  illness

সুরেশ রায়নার বাবা ১০ হাজার টাকা বেতনের চাকরি করতেন। সেই সময় তিনি সুরেশের ক্রিকেট খেলার কোচিংয়ের টাকাও জোগাড় করতেন পারতেন না।

আরো পড়ুন: একের পর এক সামুদ্রিক ঝ’ড় আ’ছ’ড়ে প’ড়’বে দেশের উপকূলবর্তী এ’লা’কা’য়!

এর পর রায়না ১৯৯৮ সালে লখনউয়ে গুরু গোবিন্দ সিংহ স্পোর্টস কলেজে ভর্তি হন। রায়না এক সময় জানিয়েছিলেন, কাশ্মীরে দুঃখের দিনগুলির কথা যাতে তাঁর বাবার না মনে পড়ে যায় সেই ব্যাপাররে তিনি সব সময় সচেতন থাকতেন।