সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শিক্ষকদের ব্যাংক থেকে ঋণ নি’তে হলে দেখাতে হ’চ্ছে TET পাশের যাবতীয় ন’থি

পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়োগ দুর্নীতিতে জেরবার। এর মধ্যেই বহু শিক্ষকের চাকরি গিয়েছে। সিবিআই তদন্তের স্বার্থে এই নিয়োগ সংক্রান্ত নথিও চাইছে শিক্ষা দফতরের কাছ থেকে।

সেই মতো পশ্চিমবঙ্গের জেলায় জেলায় প্রশাসনিক নির্দেশও গিয়েছে। এরই মধ্যে উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্ক কর্তৃপক্ষ আলিপুরদুয়ার জেলায় পারোকাটা গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রাথমিকের এক শিক্ষককে ঋণ দিতে গিয়ে টেট পাশের নথি চাইলেন।

ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, দিন দশেক আগে আলিপুরদুয়ার-২ ব্লকের একটি প্রাথমিক স্কুলের শিক্ষক তাঁদের সলসলাবাড়ি শাখায় ঋণের আবেদন জানাতে গেলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ওই শিক্ষকের কাছে টেট পাশের নথি দেখতে চান।

আরো পড়ুন: সংসারে বনিবনা না হওয়ায় দাঁ’ড়ি’য়ে থেকে স্ত্রীর স’ঙ্গে প্রেমিকের বি’য়ে দিলেন স্বামী

ওই শিক্ষকদের পাশের নথি দেওয়ার পরেই তাকে ঋণ দেওয়া হয়। যদিও তাঁদের কাছে, এই নিয়ে উপরমহল থেকে কোনও লিখিত নির্দেশ এখনও আসেনি বলেও দাবি।