সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভালো মা হ’তে পারলাম না, মেয়ের স’ঙ্গে ছবি পো’স্ট করে আ’ক্ষে’প টুইঙ্কেল খান্নার

অক্ষয় কুমার বলিউড ইন্ডাস্ট্রির খুব কাছের মানুষ। ইন্ডাস্ট্রিতে তাঁর জনপ্রিয়তাও ব্যাপক। সেই কবে থেকে আজ পর্যন্ত একইরকম ভাবে চুটিয়ে কাজ করে চলেছেন অভিনেতা। বলিউডের ছবিতে অভিনয়ের জন্য প্রতি বছর কয়েকশো কোটি টাকা পারিশ্রমিক পেয়ে থেকেন অভিনেতা। তাই অভিনেতা যে ভীষণ রকম রাজকীয় হালে জীবনযাপন করেন তা আর বলার অপেক্ষা রাখে না। অক্ষয় কুমারের স্ত্রীও বিখ্যাত বলিউড অভিনেত্রী তথা রাজেশ খান্নার মেয়ে টুইঙ্কেল খান্না। টুইঙ্কেল খান্নাও একসময় অভিনেত্রী ছিলেন, এখন তিনি লেখিকা। তাই বোঝাই যাচ্ছে টুইঙ্কেলেরও প্রচুর সম্পত্তি রয়েছে। তাদের দুই সন্তান আরভ এবং নিতারা। তবে বাবা-মা এর প্রচুর সম্পত্তি আছে মানেই তারা দুহাত খুলে খরচা করবেন এমন শিক্ষা কিন্তু ছেলেমেয়েকে দেননি এই তারকা জুটি।

টুইঙ্কেল খান্না সোশ্যাল মিডিয়ায় বরাবর বেশ অ্যাক্টিভ। মেয়ে নিতারা এবং ছেলে আরভের সঙ্গে সময় কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে মাঝেমধ্যেই শেয়ার করেন তিনি। সম্প্রতি ৯ বছরের মেয়ে নিতারার সঙ্গে সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন টুইঙ্কল এবং আফসোসও জাহির করেছেন। শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, মা এবং মেয়ে বিছানাতে বসে আছেন। মায়ের হাতে রয়েছে চায়ের কাপ। মেয়ের মুখ রয়েছে মায়ের দিকে, ক্যামেরার পেছনে। মেয়েকে চুমু খাওয়ার জন্য সামনে সামান্য ঝুঁকেছেন টুইঙ্কেল। তার ঠোঁট ছুঁয়েছে নিতারার ঠোঁট। ছবির ক্যাপশনে টুইঙ্কেল লিখেছেন, মায়েদের শুধু সন্তানের হোমওয়ার্কের উপর নজর রাখলেই চলবে না, সন্তানের মনের দিকেও নজর রাখতে হবে।

সাথে টুইঙ্কেল আরও লিখেছেন, “আমি হয়তো আদর্শ মা নই। আমি আর পাঁচটা মায়ের মতো এই নিয়ে এই খারাপলাগায় ভুগি। তবে আমার মনে হয় এটুকু করতে পারলেই হবে! বরং বলা যায় দারুণ হবে!” টুইঙ্কলের এই পোস্টে ভালোবাসা জানিয়েছেন ইলিয়ানা ডি ক্রুজ, তাহিরা কশ্যপের মত বলিউড তারকারা। তবে মেয়ের ঠোঁটে চুমু খাওয়ায়‌ নেটিজেনদের একাংশ টুইঙ্কেলের সমালোচনা করছেন। ছোট্ট মেয়ের ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুমু খাওয়াটা অনেকেই পছন্দ করেন না। নেটিজেনদের মধ্যে কেউ কেউ এটাকে “খারাপ স্বভাব” বলেছেন। কারও মতে সবটাই “লোক দেখানো”! কেউ আবার লিখলেন, “অস্বাস্থ্যকর”।

সম্প্রতি কাজলের সঙ্গে একটি সাক্ষাৎকারে ছেলেমেয়ের প্রসঙ্গে টুইঙ্কেল বলেছেন তিনি তার ছেলেমেয়ের লেখাপড়ার সব দায়িত্বই নিয়েছেন। টুইঙ্কল মজা করে এও বলেন, “আমি যেমন আমার দুই সন্তানের লেখাপড়ার খরচ দিই। যাতে পরে ওদের বলতে পারি, তোমরা পড়াশোনা শিখেছ শুধু আমার জন্য”।