সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

OMR শিট ১০ বছর সংরক্ষণ করতে হবে, ন’য়া বি’ধি আ’ন’তে চলেছে SSC

এবার এই কথা বলতেই হয়, নিয়োগ দুর্নীতি কান্ড থেকে শিক্ষা নিয়েই এক প্রকার এমন সিদ্ধান্ত বাধ্য হয়েই নিল এস এস সি। পশ্চিমবঙ্গে এখন কান পাতলেই দূর্নীতির কথা শোনা যাচ্ছে। মানুষের মুখে মুখে এই কথা এখন চায়ের আড্ডায়, পাড়ার মোড়ে, একেবারে সর্বত্র।

এই নিয়োগ দুর্নীতির মধ্যে এস এস সির নামও জড়িয়েছে, তার কারণেই সমস্ত ভুল থেকে শিক্ষা নিয়ে এবার নিয়োগের বিধিতে বরসড় বদল আনার চেষ্টা করছে। ও এম আর শিট নিয়ে যে কান্ড হল কিছুদিন আগেই, সেখান থেকে শিক্ষা নিয়েই এবার থেকে ও এম আর শিট সংরক্ষণ করে রাখা হবে ১০ বছরের জন্য।

গোয়েন্দা সংস্থা নিয়োগ দুর্নীতি কান্ডে বারবার ও এম আর শিট নিয়ে প্রশ্ন তুলেছে। তাই ও এম আর শিট সংরক্ষণ করে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। এই সিদ্ধান্ত অনেকটাই নজিরবিহীন। কারণ একটা সময় ও এম আর শিট দেখতে চেয়েও , দেখাতে পারে নি আধিকারিকরা। যার কারণেই দারুণ অসন্তোষের শিকার হয়েছে তারা।

আরো খবর: বঙ্গে বাড়লো দুধের দা’ম, ন’য়া রেট দেখে নিন

জানা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি স্কুল সার্ভিসের পক্ষ থেকে এই নিয়োগের বিধিকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এর সাথে ইন্টারভিউয়ের ক্ষেত্রেও নতুন নিয়ম। প্রার্থীদের লাইভ ভিডিও করে রাখতে চায় কমিশন। যেটার ছাড়পত্রও নাকি ইতিমধ্যে পেয়ে গেছে বলে সূত্রের খবর।

এদিকে ব্রাত্য বসু সংবাদমাধ্যমকে জানায়, তিনি নাকি স্কুল সার্ভিস কমিশনকে একাধিক বিধি তৈরী করার প্রস্তাব দিয়েছিল। ইতিমধ্যেই সেগুলোর ছাড়পত্র দেওয়া হয়েছে। আগামীতে মন্ত্রীসভার বৈঠকে সেই বিধি গুলোকে প্রস্তাব আকারে পেশ করা হবে।