সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কলকাতা পুরসভা ভো’টে কয়টি আ’স’ন পাবে তৃণমূল ও বিরোধীরা কয়টি পা’বে? সামনে উ’ঠে এ’লো সমীক্ষা

আর কিছুদিন পরেই শুরু হতে চলেছে কলকাতার পুরো নির্বাচন, স্বাভাবিকভাবেই এই নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল অনেকটাই চাপে। চারদিকে চলছে একে অপরকে দোষারোপ এর কাজ। যেভাবেই হোক একে অপরকে হারানোটা এখন প্রধান লক্ষ্য হয়ে উঠেছে রাজনৈতিক দলগুলোর। তবে এই সমস্ত কাজকর্মের সাথে চলছে সি ভোটার ও জনমত সমীক্ষার কাজ। আর এই সমীক্ষার কাজে নিজের মতামত পোষণ করেছেন প্রাক্তন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

তিনি স্পষ্ট জানিয়েছেন কলকাতা পুরো নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেতে চলেছে মোট ১৩০-১৪০ টি ওয়ার্ড। এর সাথে বিরোধীরা পেতে চলেছে সর্বোচ্চ ১৪-৪ টি ওয়ার্ড। শুধু রাজনীতিবিদরাই নয় এর সাথে বিভিন্ন বেসরকারি খবরের চ্যানেল গুলো সি ভোটার ও সমীক্ষার কাজ করছে। তাদের মতোই জানানো হয়েছে ২০২১ কলকাতা পুরো নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেস পেতে চলেছে মোট ১৩০ টি ওয়ার্ড, আগেরবারের পুরো নির্বাচন হিসেবে ১৭ টি ওয়ার্ড বেশী।

বিশেষজ্ঞদের মতে,অনেক সময় দেখা যায় সমীক্ষার ফলাফলের সাথে ভোটের ফলাফল একেবারেই মিলে যায়,কিন্তু আবার দেখা যায় অনেক সময় হয়ে যায় এর একেবারে উল্টো।কিন্তু এই পুরো নির্বাচনে কোনটা হতে চলেছে সেটা সময় ভালো বলতে পারবে। তবে মনে করা হচ্ছে যদি ফিরহাদ হাকিম এর সমীক্ষা ঠিক হয়ে যায়, তাহলে এটা হবে সত্যি নজীরবিহীন।