সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

উচ্চমাধ্যমিক পরীক্ষা চ’লা’কা’লী’ন শিক্ষিকার সা’ধ’ভ’ক্ষ’ণ স্কুলে, নড়েচড়ে ব’স’লো শিক্ষা দপ্তর

এক অ’ন্ত’স’ত্ত্বা’ শিক্ষিকার সাধভক্ষণ অনুষ্ঠান হয় বুধবার হুগলির মাহেশ পরমেশ্বরী বালিকা বিদ্যালয়ের টিচারস রুমে। রীতিমত ছোটখাটো অনুষ্ঠান করে কাঁসার থালায় ভাত–তরকারি, হরেক মিষ্টান্ন, নতুন শাড়ি, ধূপ,দীপ-সহ বরণ ডালা সাজিয়ে হয় সাধভক্ষণ অনুষ্ঠান।

রাজ্যের প্রতিটি উচ্চমাধ্যমিক স্কুলে চলছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। ২০ তারিখে ছিল দর্শন, সমাজতত্ত্ব ও বাণিজ্যিক আইনের পরীক্ষা। তারমধ্যেই পরমেশ্বরী বালিকা বিদ্যালয়ে শাঁখ বাজিয়ে, উলু দিয়ে অনুষ্ঠানের জেরে পরীক্ষার পরিবেশে খানিকটা বি’ঘ্ন ঘটে।

এবার স্কুলশিক্ষা দপ্তর উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন হুগলির স্কুলে শিক্ষিকার সা’ধ’ভ’ক্ষ’ণ’কে কেন্দ্র করে প্রধান শিক্ষিকার অসুস্থ হওয়ার ঘটনায় নড়ে বসল।  ঠিক কী ঘটেছিল, তার বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হল জেলা স্কুল পরিদর্শকের কাছে।

আরো পড়ুন: দেশের ক’রো’না পরিস্থিতি ফের উ’দ্বে’গ’জ’ন’ক, মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈ’ঠ’কে বসছেন মোদি

স্কুলশিক্ষা দপ্তর জানতে চায়, উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন কারা বেআইনিভাবে ওই অনুষ্ঠানের আয়োজন করেছিল। পরে স্কুলের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে নির্দেশ দেওয়া হয়, একজনের বেশি প্রধান শিক্ষিকার ঘরে ঢোকা যাবে না।