সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হোলিতে কি ম’দে’র দোকান ব’ন্ধ না খোলা? ম’দ্য’পা’য়ী’রা অবশ্যই জেনে নিন

আজ মঙ্গলবার রাজ্য জুড়ে পালিত হচ্ছে দোল উৎসব, আগামীকাল বুধবার আবার রয়েছে হোলি। দেশের অন্য সব রাজ্যের দোল উৎসবের আগেই বাঙালি পালন করছে তাদের রঙের উৎসব। আর সেই কারণেই এবার কম বেশি জল্পনা শুরু হয়েছে যে হোলির দিন কি মদের দোকান খোলা থাকবে না বন্ধ?

স্বাভাবিকভাবেই হোলির দিন দারুন বিক্রি হয় মদের দোকানে। তবে এবার ড্রাই ডের তালিকা অনুযায়ী আজ দোলের দিন খোলা থাকবে সমস্ত মদের দোকান কিন্তু আগামীকাল বুধবার হোলির দিন বন্ধ থাকবে সমস্ত মদের দোকান।

এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে আসলে ড্রাই ডে কি? বছরের নির্দিষ্ট কয়েকটি দিন ড্রাই ডে পালন করা হয়। সেই দিনগুলোতে মদের দোকান খোলা একেবারে নিষিদ্ধ থাকে। এবার হোলির দিন সেই ড্রাই ডে পালন করা হবে।মূলত, কোনও জাতীয় ছুটি, আঞ্চলিক, সামাজিক বা ধর্মীয় উৎসবের পরিপ্রেক্ষিতে এই ড্রাই ডে পালন করা হয়।

আরো খবর: আপনি কি সবসময় কাগজ-প্লাস্টিকের কাপে চা পান করেন? অ’ভ্যা’স না বদলালে এই রো’গ হওয়ার জন্য তৈরি থাকুন!

অবশ্য সরকার চাইলে নির্দিষ্ট কয়েকটি দিন বাদেই আরও নিজেদের ইচ্ছামতো ড্রাই ডে পালন করতে পারে। ইতিমধ্যেই জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে তিনটি ড্রাই ডে পালন করে ফেলেছে রাজ্য সরকার। এবার মার্চ মাসেও দুই দিন ড্রাই ডে পালন করা হবে বলে জানা যাচ্ছে।