সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

তৃণমূল নেতা’র গা’ড়ি থে’কে উ’দ্ধা’র আ’গ্নে’য়া’স্ত্র ও হাঁ’সু’য়া! চা’ঞ্চ’ল্য মালদা’য়

তৃণমূল নেতার গাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও হাঁসুয়া! চাঞ্চল্য মালদায়

মালদা, ৭ সেপ্টেম্বর:

এক তৃণমূল নেতার গাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও হাঁসুয়া। একাধিক আগ্নেয়াস্ত্র ও পঞ্চাশটি হাঁসুয়া বাজেয়াপ্ত হয়েছে ওই তৃণমূল নেতার গাড়ি থেকে। আটক করা হয়েছে তার গাড়িটিও। ঘটনাটি মালদা জেলার বৈষ্ণবনগর থানা এলাকার। ওই তৃণমূল নেতা স্থানীয় কালিয়াচক ৩ নম্বর পঞ্চায়েত সমিতির আকন্দবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল সদস্যার স্বামী বলে জানা গেছে। অভিযুক্ত ওই তৃণমূল নেতার নাম তরুণ ঘোষ বলে পুলিশ সূত্রে খবর। তার স্ত্রী নিরুপমা মণ্ডল ঘোষ পঞ্চায়েত সমিতির সদস্যা।

আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ হাঁসুয়া উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বৈষ্ণবনগরে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ওই তৃণমূল নেতা পলাতক বলে খবর। পুলিশ তার খোঁজ করছে। ঠিক কী কারণে ওই তৃণমূল নেতার গাড়িতে অত অস্ত্র মজুদ করা ছিল, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। গাড়ির রেজিস্ট্রেশন ওই নেতার নামে থাকায় সন্দেহের তির তার দিকেই উঠেছে। যদিও তার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন কেটে দেন।

এদিকে এই ঘটনার পর ফের শাসক দলের দিকে অভিযোগের আঙুল তুলেছে প্রধান বিরোধী দল বিজেপি। প্রসঙ্গত সোমবারই বিজেপির দশ জন সদস্যর সমর্থনে কালিয়াচক ৩ নম্বর পঞ্চায়েত সমিতি নিজেদের দখলে আনে তৃণমূল। কালিয়াচক ৩ নম্বর ব্লকের বর্তমান তৃণমূল সভাপতি দূর্গেশ সরকারের নেতৃত্বে বিজেপির সদস্যরা তৃণমূলকে সমর্থন করে তৃণমূলেরই পঞ্চায়েত সমিতি সভাপতিকে অপসারণ করে। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে দলেরই একজন পঞ্চায়েত সমিতি সভাপতিকে অপসারণের ঘটনার নিন্দায় সরব হয়েছেন বৈষ্ণবনগরের তৃণমূল বিধায়ক তথা মালদা জেলা যুব তৃণমূল সভাপতি চন্দনা সরকার।

দলেরই কিছু নেতা তৃণমূলের সঙ্গে হাত মেলানোর প্রতিবাদে ধিক্কার মিছিলও করেন খোদ বিধায়ক। ক্ষমতা দখলের জন্য বিজেপির হাত ধরার ঘটনায় শাসক দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে ধারণা রাজনৈতিক মহলের। অন্যদিকে ওই ঘটনায় মালদা জেলায় ফের সামনে চলে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।