সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৫০০ টা’কা সস্তায় সোনা কে’না’র সু’যো’গ দি’চ্ছে সরকার, আজই থাকছে এই অ’ফা’র

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মাঝেমধ্যেই দেশবাসীর জন্য নানাবিধ স্কিম আনা হয়। এবার সস্তায় যদি সোনা কেনার পরিকল্পনা থাকে তাহলে কেন্দ্রের তরফ থেকে পাবেন সহায়তা। সোনায় বিনিয়োগ করতে চাইলে কেন্দ্রীয় সরকার সোবেরেন গোল্ড বন্ড কেনার সুযোগ দিচ্ছে গ্রাহকদের।

বিনিয়োগ করার জন্য 29 নভেম্বর থেকে অষ্টম কিস্তি খুলে দিচ্ছে সরকার। সস্তায় সোনা কেনার স্কিমে পাঁচদিন সাবস্ক্রিপশন খুলতে পারবেন। এই সরকারই স্কিমে 2021-22 জন্য মূল্য দায়রা 4.791 প্রতি গ্রাম স্থির করা হয়েছে। রিজার্ভ ব্যাংকের সঙ্গে আলোচনার পর অনলাইনে অ্যাপ্লিকেশন এবং ডিজিটাল পেমেন্টকারী বিনিয়োগকারীদের জন্য প্রতি গ্রামে 50 টাকা ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই বিনিয়োগের জন্য নির্গম মূল্য হতে চলেছে 4741 টাকা প্রতি গ্রাম।

29 শে নভেম্বর এই যোজনা খুলছে যা বন্ধ হবে আগামী ৩রা ডিসেম্বর। এই গোল্ড বন্ডের মেয়াদ এক বছর নির্ধারণ করা হয়েছে। তবে পাঁচ বছর পর চাইলে এক্সিট করার অপশন থাকছে। যা পরের বছর সুদের তারিখে ব্যবহার করতে পারবেন। বিনিয়োগকারীদের বছরের 2.5 শতাংশ হারে সুদ দেওয়া হবে। বছরে ২ বার পাবেন এই সুদ।

কেন্দ্রীয় সরকারের এই যোজনা 2015 সালে শুরু হয়েছিল। স্কিমের আওতায় আসতে গেলে গ্রাহকদের প্রথমে কেওয়াইসি মানদণ্ড পূরণ করতে হবে। স্টক হোল্ডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, বড় ডাকঘর, মান্যতা প্রাপ্ত স্টক এক্সচেঞ্জ, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেড, বোম্বে স্টক এক্সচেঞ্জ লিমিটেডের থেকে কিনতে পারেন এই গোল্ড বন্ড।