সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জেফ বেজসকে হ’টি’য়ে Amazon থে’কে Big Bazzar নিয়ে নিলেন মুকেশ আম্বানি

ভারতের ধনকুবের মুকেশ আম্বানি, যিনি কিনা বিশ্বের অন্যতম ধনীদের তালিকায় নিজের নাম লিখিয়েছেন। এবার তার কৌশলে হেরে গেলেন অ্যামাজনের মালিক জেফ বেজস। জানা যায় ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আম্বানির সংস্থা চুপিচুপি নিজেদের কর্মচারী নিযুক্ত করতে থাকে।

শুধু তাই নয় ফিউচার রিটেল লিমিটেড ও ফিউচার লাইফস্টাইল ফ্যাশন লিমিটেড দ্বারা পরিচালিত শতাধিক স্টোরের জন্য ইজারা চুক্তিতে স্বাক্ষরও করে। যদিও এই ধরনের কৌশলগত পদক্ষেপ অ্যামাজনকে স্থির হতে বাধ্য করে। অ্যামাজন আসলে মোকদ্দমার মাধ্যমে ভারত ও সিঙ্গাপুর থেকে আনুষ্ঠানিক অধিগ্রহণ ব্লক করতে চেষ্টা করে।

অ্যামাজন শুধু রিলায়েন্সের পদক্ষেপে স্থির হয়ে যায় তাই নয়, ঋণদাতাদের সম্পদ বিপণন থেকে সতর্ক পর্যন্ত করে। এই ঘটনার পর আবার,ফিউচার রিটেলের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার চন্দ্রপ্রকাশ তোশনিওয়াল গত ২ মার্চ রিলায়েন্স রিটেইলের ইউনিটগুলিকে একটি চিঠির মাধ্যমে জানিয়েছেন , আমাদের সাথে কোনভাবেই কথাবার্তা না বলে এমন পদক্ষেপ গ্রহণ করবে তা আমরা ভাবি নি।

আরো পড়ুন: Paytm: ব’ড়ো ঘো’ষ’ণা করলো RBI, জেনে নিন গ্রাহকরা

এমন কঠোর পদক্ষেপ নেবে রিলায়েন্স সংস্থা, তা আগের থেকে বোঝা যায়নি। তোর সাথে তিনি বলেছেন,আপাতত প্রেমেন্ট সংক্রান্ত ব্যাপারে যাতে কোনো কাটছাঁট না হয় সেই নিশ্চয়তা দিক রিলায়েন্স। মোটকথা রিলায়েন্সের পদক্ষেপে অ্যামাজন একেবারে থমকে দাড়িয়েছে। তারা কখনোই ভাবতে পারিনি এমন ধরনের করার সিদ্ধান্ত নেবে রিলায়েন্স।

এই সবের সাথে সাথে আরও বলা হয়েছে,গত ৫ মার্চ ফিউচার লাইফ স্টাইল উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছে। সাথে তারা অনুরোধ করেছে যাতে রিলায়েন্সের ঋণদাতা দের দ্বারা কোনো কড়া পদক্ষেপ গ্রহণ না করে। এদিকে আবার অ্যামাজনের তরফ থেকে এবং ফিউচার গ্রুপের তরফ থেকে যে মেইল পাঠানো হয়েছে, তার তৎক্ষণাৎ কোনো উত্তর দেয়নি রিলায়েন্স।

মোটকথা ব্ল্যাকস্টোন ইনক এবং এল ক্যাটারটন সহ ফিউচার গ্রুপের বিনিয়োগকারী এবং ঋণদাতাদের ভাগ্য একেবারে ঝুলে রয়েছে। কারণ আগামী ১৫ মার্চের মধ্যে রিলায়েন্স, ফিউচার ও অ্যামাজন তাদের এই ঝামেলা কোর্টের বাইরে ঠিকঠাক করে নিতে পারে।