সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গুগলে পুরুষরা যে ৫ টি জিনিস বে’শি সা’র্চ করেন

গোটা বিশ্বে গুগোল অত্যন্ত জনপ্রিয়, কারন এই প্ল্যাটফর্মের মাধ্যমে যেকোন মানুষ যা কিছু জানার তা জানতে পারে। এই অ্যাপটি ব্যবহার করে কত মানুষ কি সন্ধান করছেন সে ব্যাপারে ইনফরমেশন রাখে বিলিয়নেরও বেশি।

গুগোল এমন একটি প্লাটফর্ম যেটি ব্যবহার করে মানুষ ঘর থেকে শুরু করে বাইরের গোটা জগতের নানান বিষয় সম্পর্কে জানতে পারেন। তবে একটি গবেষণার মাধ্যমে উঠে আসে একটি চাঞ্চল্যকর তথ্য।

পুরুষেরা গুগলে সব থেকে বেশি কি দেখে থাকেন? এবং এই প্রশ্নের উত্তরেই জানা যায় কিছু তথ্য। ৬৮,৪০০ জন গুগলে সার্চ করেছেন, গালে দাড়ি বৃদ্ধি করার জন্য শেভ করা প্রয়োজন কিনা।

আরো পড়ুন: সিকিমের পাহাড়ি পরিবেশে বি’য়ে করলেন দুই টলি তারকা, স্বামীকে সিঁদুর প’রা’লে’ন অঙ্কিতা

৫২,১০০ জন মানুষ গুগলে সার্চ করেছেন টুপি পরলে অথবা যদি চুলের ঝুঁটি বাধা হয় তাহলে কি বেশি পরিমাণে চুল পড়ে যায়।৫১,০০০ মানুষ সার্চ করেছেন ব্যায়াম করার পরে প্রোটিন হিসেবে কি কি খাওয়া দরকার। ৬৮,৬০০ জন মানুষ গুগলে সার্চ করেছেন শীঘ্রপতন কি পুরুষত্বহীনতার লক্ষণ।

যদিও এই সমস্ত তথ্য দিয়েছে ফ্রম মার্স ডট কম। অন্যদিকে চিকিৎসক বিষয়ে সার্চ করার ফলে অনেক মানুষই যে প্রত্যেক বছর নানান সমস্যার সম্মুখীন হয় সে ব্যাপারেও জানিয়েছেন গবেষকরা।

আরো জানান প্রত্যেক বছর প্রায় ১ মিলিয়নের কাছাকাছি মানুষ অন্ধভাবে চিকিৎসাজনিত ব্যাপার নিয়ে গুগলকে অনেক বিশ্বাস করে, যার ফলে স্বাস্থ্যজনিত অনেক সমস্যায়ও তাদের পড়তে হয়।