সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সামান্য এই জিনিস আপনার শ’রী’রে’র ২০৬ টি হা’ড়ে’র ক্যালসিয়ামের ঘা’ট’তি পূরণ ক’র’বে!

ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন (UGC) এবার PhD করছেন, এমন মহিলা স্কলারদের জন্য নয়া সুবিধা আনল। UGC-এর নতুন নিয়মে কোনও কারণে তাঁরা দূরবর্তী স্থানে চলে গেলে, তাঁদের পিএইচডি প্রোগ্রাম নতুন স্থানের, ভিন্ন প্রতিষ্ঠানে স্থানান্তরিত করতে পারবেন।

এর ফলে বিয়ের কারণে দূরবর্তী স্থানে শ্বশুরবাড়ি চলে যাচ্ছেন, এমন গবেষকদের সুবিধা হবে। নতুন স্থানে গিয়েও তাঁরা গবেষণার কাজ সেখান থেকে চালিয়ে যেতে পারবেন।

ইউজিসি-র নতুন নিয়ম অনুযায়ী, কোনও মহিলা গবেষক যদি বিয়ে বা অন্য কোনও কারণে স্থানান্তরিত হন এবং সেখানকার কোনও ইনস্টিটিউটে পিএইচডি করতে চান, তাহলে তাঁকে সেই অনুমতি দেওয়া হবে।

আরো পড়ুন: ফের হৃ’দ’রো’গে আ’ক্রা’ন্ত ঐন্দ্রিলা, স’ঙ্ক’টজ’ন’ক অবস্থায় অভিনেত্রী, বড় বি’বৃ’তি হাসপাতালের

এমনকি অন্য স্থানে থেকে গবেষণা করার জন্য সমস্ত নিয়মাবলী মানতে হবে। এক্ষেত্রে অবশ্যই উল্লেখ্য যে, গবেষণা যেন মূল প্রতিষ্ঠান বা সুপারভাইজারের আর্থিক সহায়তাপ্রাপ্ত না হয়।

সেটি না থাকলেই আর কোনও বাধা নেই। এই নতুন নিয়মের অধীনে, রিসার্চ স্কলারের সেই সময় পর্যন্ত করা সম্পূর্ণ কাজই নতুন প্রতিষ্ঠানে স্থানান্তর করা হবে।