সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শ্রীদেবীর শেষ ছবি নাকি এটিই! দেখে নিন

শ্রীদেবী কাপুর (জন্মনাম শ্রী আম্মা ইয়াঙ্গের আয়্যাপান) (জন্ম:১৩ আগস্ট ১৯৬৩ – মৃত্যু:২৪ ফেব্রুয়ারি ২০১৮) একজন অতিপরিচিত ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী। তিনি অসংখ্য ভারতীয় সিনেমা যেমন – তামিল, তেলুগু, হিন্দি, মালয়ালম এবং কিছু সংখ্যক কন্নড় চলচ্চিত্রে কাজ করেছেন।

তাকে বলা হয় হিন্দি চলচ্চিত্রে প্রথম নারী সুপারস্টার। একাধিক পুরস্কার রয়েছে তার ঝুলিতে।যেমন – জাতীয় চলচ্চিত্র পুরস্কার, কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার, তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার, নন্দী পুরস্কার, তিনটি ফিল্মফেয়ার পুরস্কার, একটি ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কার ও তিনটি ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ।

২০১৮ সালের ২৪ই ফেব্রুযারি দুবাই-এ হৃত যন্ত্র বন্ধ হয়ে তার মৃত্যু ঘটে।তার স্বামী বনি কাপুর নিজের ইনস্টাগ্রামে শ্রীদেবীর জীবনের শেষ ছবিটি শেয়ার করেছেন।

আরো খবর: বড় দু’র্ঘ’ট’না’র কবলে হাওড়া-আমতা লোকাল ট্রেন, লাইনচ্যু’ত ৩ টি ব’গি

একটি বিয়ের অনুষ্ঠানে দুবাইতে গিয়েছিলেন অভিনেত্রী।সেখানেই পরিবারের লোকেদের সাথে ছবিটি উঠেছিলেন শ্রীদেবী।মৃত্যু তারিখের একদিন আগে অভিনেত্রীর স্বরণে ছবিটি পোস্ট করায় ছবিটি ভাইরাল হয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Boney.kapoor (@boney.kapoor)