সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিভিন্ন দেশগুলোতে সু’ই’সা’ই’ডে’র প্রবণতা বৃ’দ্ধি’তে টিকটকের হাত রয়েছে! চা’ঞ্চ’ল্য’ক’র রি’পো’র্ট

একসময় facebook instagram whatsapp এর চেয়েও বেশি জনপ্রিয়তা অর্জন করেছিল টিকটক। তবে ভারতে একসময় এই অ্যাপ নিষিদ্ধ করার কথা ঘোষণা করা হয়। চিনা এই অ্যাপ নাকি মানুষকে মৃত্যুর পথে ঠেলে দিচ্ছিল। যদিও বিশ্বজুড়ে বহাল তবিয়তে বিরাজ করছে টিক টক। যদিও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলির অ্যালগরিদগাম পলিসি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বেশ কয়েকবার। এবার টিকটক নিয়েও উঠেছে সেই প্রশ্ন। তরুণ প্রজন্মের মনের উপর বিশেষ চাপ সৃষ্টি করছে এই অ্যাপ এমনটাই অভিযোগ উঠেছে।

এমনকি এই অ্যাপের গেরোয় পড়ে অনেকে আত্মহত্যা পর্যন্ত করছেন। এর আগেও দাবি করা হয়েছিল আত্মহত্যার প্ররোচনা করা নানান ভিডিও শেয়ার করা হচ্ছে tiktok এ। বিশেষত টিন এজ কিশোর কিশোরীদের জন্য মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে এই অ্যাপ। তাদের খাদ্যাভাসে আমূল পরিবর্তন ঘটছে এই tiktok এর জন্য।

আমেরিকা ব্রিটেন কানাডা অস্ট্রেলিয়ার মতো দেশগুলি থেকে উঠে এসেছিল এইসব অভিযোগ। বিশ্বে দিন দিন কিশোর-কিশোরীদের মধ্যে বেড়ে চলেছে ওবেসিটি যৌন রোগের মত গুপ্ত রোগ। আর সেগুলোর জন্য স্বেচ্ছাসেবী সংস্থার সিইও ইমরান আহমেদ দায়ী করেছেন tiktok কেই। কিন্তু কি এই অ্যালগরিদম! ব্যবহারকারীদের নিজের পছন্দ মেনে কন্টেন্ট তুলে আনার জোড় দেয় এই পলিসি।

আরো খবর: তৃতীয়বারের মতো ইজরায়েলের মসনদে বসলেন বেঞ্জামিন নেতা নিয়াহু, শু’ভে’চ্ছা জানালেন মোদি

এর মধ্যে থাকে বিভিন্ন তথ্য সুরক্ষিত রাখার বিষয়গুলিও। শুধুমাত্র টিকটক নয় বর্তমানে সোশ্যাল মিডিয়া ব্যবহারের দিকেই বেশি ঝুঁকে পড়েছেন নতুন প্রজন্ম। টিকটকে দিন দিন বেড়ে চলেছে সোশ্যাল মিডিয়া বুলিং এর মতন ঘটনা। শিশু কিশোর কিশোরী সকলেই বিপদজনক কন্টেন্ট বানাতে পারেন এই tiktok এ থাকে না কোন সিকিউরিটি পলিসি।

ইতিমধ্যেই মার্কিং কংগ্রেস সম্মেলনে অভিযোগ জানিয়েছে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা। অপ্রাপ্তবয়স্কদের উপর সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণের সময়সীমা বেধে দেওয়ার আর্জি জানিয়েছে তারা। যদিও এসব অভিযোগ উড়িয়ে দিয়েছে tiktok।

টিকটকের মাদার কনসার্ন জানিয়েছে নিয়মিত স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ রাখা হয় tiktok এর তরফে। তরুণ প্রজন্মকে মানসিক অবসাদ থেকে বের করে আনতেই বরঞ্চ সাহায্য করে এই অ্যাপ।