সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাংলা’র একা’ধিক জেলা’য় ভা’রী থেকে অ’তি’ভা’রী বৃষ্টি’র পূ’র্বা’ভা’স! স’ত’র্ক কর’লো আবহাওয়া দ’ফ’ত’র

বাংলার একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস! সতর্ক করলো আবহাওয়া দফতর

আবহাওয়া দফতর থেকে কয়েকদিন ধরেই বলা হচ্ছে যে মধ্য বঙ্গোপসাগরে একটি নিন্মচপ তৈরি হতে পারে যার ফলে উপকূলবর্তী জেলা গুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে। আর ঠিক কথা মতোই আজ রবিবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার কথা বলছেন হাওয়া অফিস। আজ সকাল থেকেই সুন্দরবনের উপকূলবর্তি অঞ্চল গুলোতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।। নদী ও সমুদ্র বর্তমানে উত্তাল। দীঘাতে পর্যটকদের নামতে দেওয়া হচ্ছে না।

এরকম হটাৎ নিন্মচাপ মৎস্যজীবিদের জন্য প্রানঘাতের কারণ হয়। তাই এবারে যথেষ্ট সতর্কতা আগে থেকেই নিয়েছে প্রশাসন।
বরিবার থেকে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। তাঁরা যারা সমদ্রে বেরিয়েছিলেন সকলে পাড়ে ফিরে গিয়েছেন। সুন্দরবনের কাকদ্বীপ, নামখানা, পাথরপ্রতিমা, রামনগর ১,২, কাঁথি ১, খেজুরি, নন্দীগ্রাম, হলদিয়া সহ ব্লক প্রশাসনের পক্ষ থেকে ও সাগরের উপকূল এলাকায় লাগাতার শুরু করা হয়েছে মাইকিং। এছাড়াও সুন্দরবনে যেসব দুর্বল বাঁধ রয়েছে সেগুলোর দিকেও নজর রাখছে সেচ দফতর।

সুন্দরবনের ব্লক অফিসগুলিতে কন্ট্রোল রুম খোলা হয়েছে। কেন্দ্রগুলির উপর কড়া নজর রাখছে প্রশাসন। আজ থেকে বকখালি, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জে সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সাধারণত আবহাওয়া দফতর মারফত জানা যাচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ। তার ওপর কোটালের জোড়া আক্রমণে বিপর্যস্ত উপকূলীয় জেলাগুলো। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-পশ্চিমে তৈরি হওয়া নিম্নচাপটি ক্রমেই শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে স্থলভাগের দিকে। আগামী ৪৮ ঘণ্টায় এটির আরও শক্তি বাড়ানোর কথা রয়েছে। আর এই নিম্নচাপের প্রভাবে আগামী তিন থেকে চারদিন বাংলার একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।