সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হাতি দেখেই ভ’য়ে মা’থা নিচু করলো টাইগার! জঙ্গলের রা’জ’ত্ব কি তবে চলে গেল?

বনের রাজা সিংহ। অথচ সেই বাঘই নাকি মাথা নত করল হাতির কাছে। ঠিক এমনই এক ঘটনা ঘটেছে ভাইরাল হওয়া ভিডিওতে। যেখানে দেখা যাচ্ছে হাতিকে দেখে লেজ গুঠিয়ে নিয়ে চলে যাচ্ছে বাঘ ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

অনেকগুলি হাতির পাল জঙ্গলের রাস্তা পার হচ্ছে, সেই সময় সেই জায়গায় বসে ছিল একটি বাঘ। তাদের দেখে মাথা নিচু করে ফেলে বাঘ বাবাজি। এরপর হাতিরাও কোনরকম উত্তপ্ত না করে ওই এলাকা থেকে চলে যায়।

সম্প্রতি ইনস্টাগ্রামে এই ভিডিও পোস্ট করেন বন্যপ্রাণ ভিডিওগ্রাফার বিজেতা সিনহা। পরে বনদপ্তরের এক আধিকারিক টুইটারে এই ভিডিও পোস্ট করেন। দেখা গেছে জঙ্গলের মাঝে রয়েছে একটি রাস্তা সেই রাস্তা পারাপার করছে দলবদ্ধ হাতি।

আরো খবর: বাংলার কৃষিক্ষেত্রে আ’মূ’ল পরিবর্তন! নতুন দিশা দে’খা’চ্ছে “গরুড়” ড্রোন

তখনই সেখানে হাজির হয়েছে এক বাঘ এরপর সে হাতিদের দেখে সেখানেই বসে পড়ে। প্রথমে দর্শকরা ভেবেছিলেন হয়তো বা এক্ষুনি লেগে যাবে যুদ্ধ। কিন্তু যুদ্ধ নয় বরং পরস্পরের মধ্যে এক সমঝোতার আবহ তৈরি হল।

এক এক করে যখন জাতি বনের মধ্যে চলে যায় তখন আস্তে আস্তে নিজের জায়গা ছেড়ে উঠে পড়ে ওই বাঘ। আর এই ভিডিও দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেট নাগরিকরা। পশুরাও বুঝে গেছে দ্বন্দ্ব নয় বরং সন্ধি করে একে অপরের সঙ্গে সহবাসস্থানে থাকা যায়। এমনটাই বলছেন তারা।