সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

তোমরা ভারতে ফি’রে যাও, তোমাদের স’হ্য হয় না! প্রবাসী ভারতীয়দের গা’লি’গা’লা’জ মার্কিন মহিলার

আমাদের ভারতীয়দের অনেকেই ভারতের বাইরে থাকেন। কেউ লন্ডন তো কেউ আমেরিয়ায় বা কেউ কানাডায়। এরকম অনেক মানুষকেই সেখানে দেখতে পাওয়া যায়। হয় কেউ গেছেন হায়ার স্টাডি করতে কেউ গেছেন রিসার্চ করতে কেউ চাকরি সূত্রেই বসবাস করছেন। সেখানে শান্তিতেই থাকছেন তারা এতকাল। তবে সম্প্রতি যেটা আমেরিকায় বেশি দেখা যাচ্ছে সেটা হলো বর্ণ, জাতি নিয়ে নানা রকম অসন্তোষ, আগে কিন্তু এতটা ছিল না। আর তার প্রভাব পড়ছে প্রবাসীদের ওপরও। সম্প্রতি শুধু আমেরিকা নয় টেক্সাসেও দেখা গেলো তেমনই ছবি।

টেক্সাসের রাস্তায় চার জন ভারতীয় বশোদ্ভুতের বিরুদ্ধে চড়াও হতে দেখা গেলো এক মেক্সিকান মহিলাকে। সেই মহিলা ‘ গো ব্যাক টু ইন্ডিয়া’ বলে চেঁচাতেও দেখা গেলো তাকে। শুধু তাই নয় বাজে ভাষায় গালাগালি দিতেও বাকি রাখেনি সে। ওই চারজনের মধ্যে একজন ভিডিও করতে গেলে তাকে ফোন বন্ধ করতে হুমকি দেয়া হয়। বলা হয় ‘ ফোন বন্ধ করো নয়তো গুলি করে দেবো ‘। সাড়ে পাঁচ মিনিটের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ওই মহিলা একজনকে মুখে আঘাত করছেন।

এমনকী ঘটনার লাইভ করার চেষ্টা করায় দু’জন মহিলার ফোনও কেড়ে নিতে চেষ্টা করেন তিনি। এরপরই গুলি করে উড়িয়ে দেওয়ার হুমকি দিতে থাকেন অভিযুক্ত। তাঁকে উত্তেজিত হয়ে বলতে শোনা যায়, ”যেখানেই যাই তোমাদের ভারতীয়দের সেখানেই পাওয়া যায়। ভারত যদি এতই মহান, তোমরা এখানে কী করছ?”

আরো পড়ুন: অনেক কি’ছু পাওয়া গিয়েছে, মধ্যরাতে সুবীরেশের বাড়ি থেকে বে’র হ’য়ে বললো CBI

অভিযুক্ত ওই মহিলাটি নিজেকে মেক্সিকান-আমেরিকান বলে পরিচয় দিচ্ছিলেন। তবে ভারতীয়রাও ছেড়ে কথা বলেন নি। ওই অভিযুক্ত মহিলা চিৎকার শুরু করলে এক ভারতীয়কে বলতে শোনা যায়, ”তুমি তো মেক্সিকান, তাহলে কেন মেক্সিকোতে ফিরে যাচ্ছ না?”

জানা গিয়েছে, ওই অভিযুক্ত মহিলার নাম এসমেরালদা আপটন। একজন মেক্সিকান তিনি। ডালাসের এই ঘটনা সোশাল মিডিয়য় ছড়িয়ে পড়ে দ্রুত। বৃহস্পতিবার স্থানীয় সময় ৪টে নাগাদ ওই ঘটনা ঘটে। আর খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছয় পুলিশ। গ্রেপ্তার করা হয় আপটনকে। তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, এই অপরাধকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হয়েছে।


ঘৃণাজনিত অপরাধের পাশাপাশি অন্যান্য ধারাতেও তাঁকে অভিযুক্ত করা হবে।এই ঘটনায় অনেকেই আতঙ্কিত। এভাবে প্রবাসীদের উপরও যদি হিংসা বিদ্বেষ বাড়ে তাহলেতো কেউ থাকতেই পারবে না বিদেশে। এই ঘটনায় অবশ্য ওখানের প্রশাসন দাবি করেন, ঘৃণার কোনও স্থান নেই টেক্সাসে। ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ার পরে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকেই অনুরোধ করেছেন যেনো এমন ঘটনা ভবিষ্যতে না ঘটে।