সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অমিতাভের এই কথায় কেরিয়ার শে’ষ হয়েছে মুকেশ খান্নার! সা’ফ’ল্য অর্জন করতে ব্য’র্থ হয়েছেন শক্তিমান

আমরা যারা আজ ত্রিশের কোঠায় পৌঁছে গেছি, তাদের জীবনে একটি অন্যতম গুরুত্বপূর্ণ সিরিয়াল ছিল শক্তিমান। প্রতি রবিবার সকাল দশটা বাজলেই টিভির সামনে বসে পড়তাম আমরা। শক্তিমানের ক্রিয়া-কলাপ দেখে চোখ কপালে উঠে যেত আমাদের। কিন্তু কোনদিন কি আমরা ভেবেছি এই মুকেশ খান্না কেন পরবর্তী সময়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলেন না। অসাধারণ অভিনয় দক্ষতা এবং দুর্দান্ত কণ্ঠস্বরের অধিকারী হওয়া সত্ত্বেও কেন বলিউডে তেমনভাবে ছাপ ফেলতে পারলেন না তিনি।

WOHOO! 'Shaktiman' to be BACK on TV

বলে রাখি শক্তিমান ছাড়াও তিনি যে জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করতেন সেটি হল মহাভারত। পিতামহ ভীষ্মের চরিত্রে অসাধারণ অভিনয় করি সকলের মনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছিলেন তিনি। বলিউডে বেশ ভালই সাফল্য অর্জন করেছিলেন তিনি কিন্তু এর মাঝে এমন একটি কান্ড ঘটে গেল যার ফলে সারা জীবনের জন্য বলিউডে মুখ তুলে পড়লো তার ক্যারিয়ার।

अमिताभ बच्चन के इन 3 शब्दों के कारण बर्बाद हो गया था मुकेश खन्ना का पूरा  करियर. - Movie Review Preview

জানা যায় সেসময় মুকেশ খান্না একটি বিজ্ঞাপনের শুটিংয়ে ব্যস্ত। বিজ্ঞাপনদাতাকে সিঁড়ি দিয়ে নামতে দেখা যায় এবং তার পাশে তাকে ঘিরে থাকেন একরাশ মহিলা। বিজ্ঞাপনটি পরে প্রেক্ষাগৃহে ছবি দেখানোর মাঝেও দেখানো হতো। রিপোর্ট অনুযায়ী, একবার অমিতাভ বচ্চন তার বন্ধুদের সঙ্গে একটি সিনেমা দেখতে গিয়েছিলেন। অমিতাভ বচ্চনের সে সময় হলে বসি পপকর্ন খাচ্ছি রান এবং মুকেশ খান্নার বিজ্ঞাপন শুরু হতেই অমিতাভ বচ্চন মুখ ফসকে বলে বসেন, কপি করেছে শালা।

সেসময় অমিতাভ বচ্চন ছিলেন দেশের সবথেকে বড় তারকা তাই তার মুখের কথার রীতিমতো বাক্যবাণে হয়ে পৌঁছে গিয়েছিল সকলের কাছে। অমিতাভ বচ্চনের সেই কথা প্রকাশ্যে আসার পর পরম প্রত্যক্ষভাবেই মুকেশ খান্নার ক্যারিয়ারে প্রভাব ফেলে। এই ঘটনার পর মুকেশ খান্নার পরপর সিনেমা ফ্লপ হয় এবং তার ক্যারিয়ার ধ্বংস হয়ে যায়।