সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

তৃতীয়বারের মতো ইজরায়েলের মসনদে বসলেন বেঞ্জামিন নেতা নিয়াহু, শু’ভে’চ্ছা জানালেন মোদি

বৃহস্পতিবার ইসরাইলের তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বেনজামিন নেতানিয়াহু। সংসদে নতুন সরকার গঠনের অনুমোদন পাওয়ার কিছুক্ষণের মধ্যেই শপথ নেন তিনি। ১২০জনের ইজরায়েলই সংসদ সেখানে ৬৩জনই ভোট দিয়েছেন বেঞ্জামিনকে। ইসরাইলের অতিরক্ষণশীল এবং ডানপন্থী দলগুলির সঙ্গে এক চুক্তি স্বাক্ষর করেন বেনজামিন।

প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ নেওয়ার পরই টুইট করে তাকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হিব্রু ভাষায় টুইট করে আন্তরিক অভিনন্দন জানান তিনি। একজোট হয়ে শক্তিশালী হওয়ার বার্তাও দিয়েছেন তিনি। বেঞ্জামিন এর সঙ্গে নরেন্দ্র মোদির ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো এবং সুমধুর।

সেই সম্পর্কের ছবি বারবার ধরা পড়েছে এই বিভিন্ন বৈঠক এবং সম্মেলনে। পরস্পরকে আলিঙ্গন করতেও দেখা যায় বিভিন্ন সময়। গত মাসের নির্বাচনে জয়লাভের পরেই আমার বন্ধু বলে বেঞ্জামিনকে আখ্যায়িত করেন প্রধানমন্ত্রী। ভারত ও ইসরাইলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বরাবর বেশ সুদৃঢ়।

আরো খবর: কেন প্রধানমন্ত্রীর মা হীরাবেন দিল্লিতে ছেলের স’ঙ্গে থাকতেন না?

সেই সম্পর্ক যাতে আরও শক্তিশালী হয়ে ওঠে সেই জন্যই এই টুইট করেন প্রধানমন্ত্রী। ইসরাইলের শেষ সাধারণ নির্বাচনে লিকুদ পার্টি ৩১ টি আসনে জয়লাভ করেছে। প্রাক্তন প্রধানমন্ত্রীর দল ইয়ার ল্যাপিদ পার্টি জয়লাভ করেছে মাত্র ২৪ টি আসনে। দেশের অতি ডানপন্থী জোট মোট ৬৪ টি আসন পেয়েছে।

২০১৯ সালে বেনজামিনের সরকারের বিরুদ্ধে জালিয়াতি ঘুষ এবং অর্থ তছরুপের অভিযোগ উঠেছিল ফলে প্রধানমন্ত্রী পদ থেকে সরে যেতে বাধ্য হন। এরপর গত চার বছরে পাঁচটি নির্বাচন অনুষ্ঠিত হলেও কোন সরকার টিকতে পারেনি। অবশেষে আবারো জয় হল বেনজামিনের সরকার ল্যাপিডকে হারিয়ে মসনদে বসলো তারা।