সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অপ্রত্যাশিত, পূর্বস্থলীর লোকালয়ে কুমিরের হা’না, আ’ত’ঙ্কে বাসিন্দারা

বেশ কিছুদিন ধরেই ভাগীরথী নদীতে একটি কুমিরকে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল সেই ছবিটি। এবার সেই কুমির গিয়ে পৌঁছালো পূর্বস্থলীর লোকালয়ে। নদী থেকে সটান লোকালয়ে এসে হাজির হয়েছে কুমিরটি। নদীর পাড়ে উঠে বিশ্রাম নিচ্ছিল সে। তাকে দেখেই আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষেরা।

পূর্বস্থলী দু’নম্বর ব্লকের পিলা পঞ্চায়েতের অন্তর্গত শিমুলডাঙ্গা গ্রাম ভাগীরথী নদীর লাগোয়া গ্রাম। এখানে অনেকেই স্নান করতে নামেন নদীতে। সেখানে কুমির আসার ঘটনাতে আতঙ্ক ছড়িয়ে পড়ছে এলাকার বাসিন্দাদের মনে। নদীর পাড়ে জড়ো হয়ে যান গ্রামবাসীরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বন দপ্তরে। বন দপ্তরের আধিকারিকেরা এসে কুমিরটিকে উদ্ধার করে নিয়ে গিয়েছেন।

বর্তমানে কুমিটির একটি বনের মধ্যে রাখা হয়েছে। তাকে জলের মাধ্যমে অন্যত্র পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। পূর্বস্থলী থানার পুলিশ এবং বনদপ্তর আধিকারিকরা গোটা বিষয়টির উপর নজর রাখছেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ভাগীরথীর পাড়ে কমিটিকে দেখতে পেয়ে তারা স্থানীয় পঞ্চায়েত প্রধান এবং বিডিওকে খবর দেন।

বনদপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, এটি একটি মিষ্টি জলের কুমির। বেশ কিছুদিন ধরেই ভাগীরথী নদীতে এটি ঘোরাফেরা করছে। শিমুল ডাঙ্গা এলাকাতে কুমিরটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। আপাতত কুমিরটির উপর নজর রাখছেন তারা।