সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

টা’কা’র জো’রে একটি জনমানবহীন দ্বীপের মালকিন হলেন চাইনিজ তরুণী, চি’ন্তা’য় জাপান

নিজেদের ক্ষমতা আর দক্ষতা জাহির করতে সব সময় মুখিয়ে থাকে চীনারা। এবার জাপানের একটি আস্ত দ্বীপ কিনে নিলেন এক চীনা মহিলা। কিন্তু কিভাবে ব্যক্তিগত মালিকানায় ওই দ্বীপটি কিনে ফেললেন ওই মহিলা। সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশিত হতেই রীতিমতো সাড়া পড়ে গিয়েছে। কোন ব্যক্তি কি এভাবে নিজস্ব মালিকানাধীন করতে পারেন সরকারি জায়গা।

জাপান টাইমসের একটি প্রতিবেদনে জানা গিয়েছে ওই মহিলার বয়স ৩০ বছর। নিজের নাম জানাতে অস্বীকার করেছেন ওই মহিলা। ওই মহিলার এক আত্মীয় টোকিওর একটি কনসাল্টিং ফার্মের মালিক।। তিনি নাকি ওই দ্বীপ কিনতে মহিলাকে সাহায্য করেছেন। অকিনাওয়া প্রদেশের ইয়ানাহা নামে একটি জনবসতিহীন দ্বীপ কিনে নিয়েছেন ওই মহিলা।

শহরের উত্তর দিকে অবস্থিত ঐ দ্বীপ। সেখানে মানুষের যাওয়া আসা নেই বললেই চলে। ওই সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী ২০২১ সালে ইয়ানাহা দ্বীপটি কিনে নেয় টোকিওর ওই কনসাল্টিং ফার্ম। চীনা ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত তারা। যদিও এই দ্বীপের মালিকানা রয়েছে ই জেনা গ্রাম পঞ্চায়েতের অধীনে।

আরো খবর: সিঙ্গেল বে’ঞ্চে’র নি’র্দে’শকে চ্যালেঞ্জ করে চাকরি যাওয়া Group-D ক’র্মী’রা যাচ্ছেন ডিভিশন বে’ঞ্চে

ওই দ্বীপের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকেন তারাই। ওই দ্বীপের ৫০ শতাংশ মালিক টোকিওর ওই সংস্থা। সেই অনুযায়ী তারা চীনা মহিলাকে দ্বীপ বিক্রি করে দেন। একবার নৌকা বিহার করতে করতে ওই দ্বীপে চলে গিয়েছিলেন মহিলা সেখানে গিয়েই তিনি ওই দ্বীপ কিনবার ইচ্ছা প্রকাশ করেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের কাঁদিনা বিমান ঘাঁটি থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত ওই দ্বীপ। আমেরিকা থেকে খুব সহজেই নাকি আসা যাবে এখানে। টোকিও ওই সংস্থাটি নিজেদের ওয়েবসাইটে দাবি করেছে যেহেতু এই দ্বীপটি তারা অধিগ্রহণ করেছে তাই যাকে তাকে তারা এটি বিক্রি করতে পারে।

যদিও ওই মহিলা ওই দ্বীপে কি করবেন তা এখনো পর্যন্ত জানা যায়নি। মাছ ধরা এবং ক্যাম্পিং করবার জন্য অত্যন্ত বিখ্যাত এই দ্বীপ। চীনা মহিলাটি এই দ্বীপ অধিগ্রহণ করবার পর পূর্ব চীন সাগরে অবস্থিত জাপান শাসিত সেন কাকু দ্বীপপুঞ্জ কিনে নিতে পারে চীনারা এমনটা আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তবে কি এবার ধীরে ধীরে নিজেদের শক্তি আর ক্ষমতার বলে জাপানের আস্ত দ্বীপটাই কিনে নেবে, চীনারা!