সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আফগানিস্তানে নর্দমায় নোংরা জল নয় বইছে ম’দ! ৩ হাজার লিটার সু’রা ন’ষ্ট করে দিলো তা’লি’বা’ন

তালিবানের হাতে আফগানিস্তানের ক্ষমতা চলে যাওয়ার পর থেকেই আফগানবাসীরা নানা রকম সমস্যা র সম্মুখীন হয়েছে। আর এবার মদ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তালিবান সরকারের তরফে। নিষেধাজ্ঞা জারির পরও আফগান গোয়েন্দা বিভাগের একটি দলের হাতে ধরা পড়ে ৩ হাজার লিটার মদ। আর আগুপিছু না ভেবে তারা বাজেয়াপ্ত করা মদ ঢেলে দিল কাবুলের খালেই। জানা গিয়েছে, গত ১৫ আগস্ট নয়া তালিবান সরকার আফগানিস্তানের ক্ষমতা দখলের পরই, দেশজুড়ে তল্লাশি অভিযান শুরু করে। আর তাতেই মদ থেকে মাদক, যাবতীয় নেশাদ্রব্য বাজেয়াপ্তের পাশাপাশি গ্রেফতার ও শাস্তিও দেওয়া হচ্ছে।

রবিবার আফগানিস্তানের জেনারেল ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্সের তরফে ওই ঘটনার ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে দেখা যাচ্ছে কাবুলের একটি খালে বড় বড় ড্রাম ভর্তি মদ ঢেলে দেওয়া হচ্ছে। আফগানিস্তানের গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গিয়েছে, শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার লিটার মদ বাজেয়াপ্ত করা হয়েছিল। আর তা কাবুলের খালে ফেলে দেওয়া হয়।

আফগান গোয়েন্দা বিভাগের এক আধিকারিকের বক্তব্য, মুসলিমদের মদ তৈরি ও বিক্রি থেকে সরে আসতেই হবে। যদিও কবে তল্লাশি অভিযান চালানো হয়েছিল বা ভিডিওটি কোন দিনের, সে সম্পর্কে কিছু জানা যায় নি। তবে সূত্রের খবর, অভিযান চলাকালীন মোট তিনজন ডিলারকে গ্রেফতার করা হয়েছে।

আফগানিস্তানে আগেও মদ বিক্রি ও পান করা নিষিদ্ধ ছিল, তবে তা কঠোরভাবে মানা হত না। কিন্তু তালিবানরা দেশে মদের উপর সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা জারি করে। কারণ কট্টর ইসলামপন্থীদের কাছে মদ ‘হারাম’ বলেই গণ্য হয়। আর তাই আফগানিস্তানে মদ তৈরি, বিক্রি ও পানের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।