সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার দেশীয় মোবাইল অপারেটিং সিস্টেম আ’ন’তে চ’লে’ছে ভারত

বর্তমান সময়ে মোবাইলের বাজারে অ্যান্ড্রয়েড এবং আইওএস যেভাবে দাপিয়ে বেড়াচ্ছে, সেটাআর নতুন করে বলার কিছুই নেই। স্মার্টফোনের অপারেটিং সিস্টেমে প্রযুক্তিগত দিক থেকে এই দুই অপারেটিং সিস্টেম, একচেটিয়া ব্যবসা করে যাচ্ছে। আর ঠিক সেই কারণেই তাদের আধিপত্যকে ভাঙার প্রয়াসে, কেন্দ্র দেশীয় অপারেটিং সিস্টেম তৈরীর পরিকল্পনার জন্য, বাস্তুতন্ত্র কে সহজতর করে তোলার চেষ্টা চালাচ্ছে।

কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও আইটি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর জানিয়েছেন,যদি লক্ষ্য করা যায় বর্তমানে এই দুটি বিদেশি অপারেটিং সিস্টেম ছাড়া আর কোন অপারেটিং সিস্টেম নেই বললেই চলে। তাই ঠিক এই সময়ে এক নতুন অপারেটিং সিস্টেম তৈরি করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে রয়েছে দারুণ সুবর্ণ সুযোগ। যেটা নিয়ে ইতিমধ্যে একটি নীতি তৈরীর পরিকল্পনা চলছে।

অপারেটিং সিস্টেম নিয়ে নতুন করে বলার কিছুই নেই, এটি হলো স্মার্টফোন পরিচালনার একটি ভিত্তি। এই অপারেটিং সিস্টেমের মাধ্যমে মোবাইলের হার্ডওয়্যার ও সফটওয়্যার পরিচালনা করা যায়। ভারতীয় অপারেটিং সিস্টেম বিষয়ক কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী রাজিব চন্দ্রশেখর জানিয়েছেন, বর্তমান সময়ে সমস্ত স্মার্টফোনে আইওএস কিংবা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার হয়ে থাকে। যদি এই দুটি অপারেটিং সিস্টেম এর পরিবর্তে কিছু তৈরীর সম্ভাবনা থাকে, তার বিকাশ ঘটানো নিয়ে আমরা আগ্রহী। কারণ সেটা বিকল্প হিসেবে কাজ করবে।

যদি একটি তথ্য হিসেবে কথা বলা যায়, তাহলে লক্ষ করা যাবে বর্তমান সময়ে বিশ্বের সবথেকে জনপ্রিয় অপারেটিং সিস্টেম হল অ্যান্ড্রয়েড যা কিনা ৭৩% মোবাইলে ব্যবহার করা হয়েছে, আর দ্বিতীয় স্থানে রয়েছে আইওএস যা কিনা ২৬%।