সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বহু প্রাচীন যোগিনী মূ’র্তি ভারত থেকে চু’রি হয়ে পৌঁছেছিলো লন্ডনে, দেশে নি’য়ে আসলো কেন্দ্রীয় সরকার

বহু ধর্মের মানুষ ভারতবর্ষে বসবাস করেন। আর এই ধর্মপ্রাণ দেশে মকরসংক্রান্তিতে ঘটলো এক দারুণ ঘটনা। প্রায় চল্লিশ বছর আগে উত্তর প্রদেশের বুন্দেলখন্ডের বান্দা জেলার একটা গ্রামে লোখারি মন্দির থেকে যোগিনী মূর্তি চুরি হয় অবৈধ ভাবে। জানা গেছে, এই যোগিনী মূর্তিটি প্রায় দশ শতাব্দী প্রাচীন। বলা হয়, এই যোগিনী মূর্তি এমন এক শক্তিশালী মহিলা যারা তন্ত্র সাধনা করেন। আরো বলা হয়, অসীম ক্ষমতা পাওয়ার জন্য তারা সাধারণত দল বেঁধে প্রায় চৌষট্টিটি যোগিনীকে একসাথে পুজো করেন।

সম্প্রতি সেই চুরি হয়ে যাওয়া মূর্তি পাওয়া গেছে ইংল্যান্ডের এক বাসিন্দার বাগানে। সূত্র থেকে জানা গেছে তিনি তার পনেরো বছর পুরোনো বাড়িটি বিক্রি করছিলেন যেখানে অনেক এই রকম প্রাচীন জিনিস আছে। ছাগলের মুখের ন্যায় এই যোগিনী মূর্তিটি লোখারী থেকে 1980 সাল নাগাদ উধাও হয়ে যায়। জানা যায়, লন্ডনের বাজারে তা 1988 নাগাদ তা আবার বিক্রি হয়।

আজ এত বছর পর এই মূর্তিটি ভারতকে ফিরিয়ে দেওয়া হয়েছে। মুর্তিটিকে ইন্ডিয়ান আর্কেওলজিক্যাল সার্ভে দ্বারা নতুন দিল্লীতে রাখা হয়েছে। লন্ডনে ভারতের হাই কমিশনার গায়ত্রী ইশার কুমার আন্তর্জাতিক শিল্প সংস্থার চিরাস মারিনেলু কাছে থেকে মূর্তিটি ভারতে আনার প্রাথমিক দায়িত্ব নিয়েছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন যে মকর সংক্রান্তি উপলক্ষে এই মূর্তি ফেরত পাওয়া খুবই শুভ ও মঙ্গলজনক।

এরপর জানা যাচ্ছে এটিকে ন্যাশনাল মিউজিয়ামের হতে তুলে দেওয়া হবে। এই বিষয়ে কুমার আরও বললেন সম্প্রতি প্যারিসে আরেকটা মহিষ মস্তিষ্ক বিশিষ্ট যোগিনী পাওয়া গেছে যেটিও লোখারী মন্দির থেকে চুরি হয়ে গিয়েছিল, এটাকেও দেশে ফিরিয়ে আনা হয়েছে।