সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই ৩ টি গ’ন্ধ জানিয়ে দেয় যে আপনার আশেপাশেই রয়েছে কো’নো প্রেতাম্মা

ভূত-প্রেতদের তো চোখে দেখা যায় না, বরং এসব উপলব্ধির বিষয়। অনেক ভৌতিক কাহিনি আমাদের স্মরণ করিয়ে দেয় এই প্রেতেদের সঙ্গে কিছু অদ্ভুত ধরনের গন্ধের সম্পর্ক আছে। প্যারানর্মাল বিশেষজ্ঞরাও কিন্তু ঠিক এই কথাই বলছেন। তাঁদের মতে, যদি হঠাৎ কোনও রকম উৎস ছাড়াই বিশেষ কিছু গন্ধ আপনি পান তাহলে ধরে নেবেন যে, কোনও প্রেতাত্মা অথবা কোনও অপ্রাকৃত শক্তি আপনার ধারে-কাছেই রয়েছে।

শুধু বিদেহী আত্মা নয়, অতিপ্রাকৃত জগতের বাসিন্দা, অর্থাৎ পিশাচদের উপস্থিতিও বুঝতে পারা যায় বাতাসে ভাসমান কিছু গন্ধের মাধ্যমে। যুক্তরাজ্যের অতিপ্রাকৃত চর্চাকারী স্বেচ্ছাসেবী সংস্থা মিডল্যান্ডস প্যারানর্মাল সোসাইটি-র বিশেষজ্ঞরা বেশ কিছু সন্দেহজনক গন্ধের তালিকা প্রকাশ করেছেন। সেগুলি হল –

১) দৈনন্দিন ঘ্রাণ : যদি কোনও উৎস ছাড়া রান্নার মশলা অথবা তামাক এমন ধরণের জিনিসের গন্ধ আপনার নাকে আসে তাহলে বুঝে নিন তাঁরা কিন্তু কাছেই রয়েছেন। এছাড়াও ফুটন্ত কফি, কোলনের গন্ধও বেশ গুরুত্বপূর্ণ।

২) ফুলের গন্ধ : যদি হঠাৎই গোলাপ, লাইল্যাক, জুঁই ইত্যাদি ফুলের গন্ধ পান তাহলে সঙ্গে সঙ্গেই সাবধান হয়ে যান। লাইল্যাকের গন্ধের সাথে বিদেহী আত্মাদের যোগাযোগ থাকে। প্যারানর্মাল বিশেষজ্ঞরা জানিয়েছেন, কখনও এমন কোনো গন্ধ যদি হঠাৎই আপনার নাকে আসে এবং তা আপনাকে কোনো পুরনো ঘটনা মনে করিয়ে দিচ্ছে, তখনও বুঝে নিতে হবে সেই অশরীরী আত্মা আপনার আশেপাশেই ঘুরঘুর করছে।

৩) দুর্গন্ধ : যদি কখনও পচা ডিম, গন্ধক অথবা পচা খাবারের গন্ধ পান তাহলে বুঝতে হবে এমন গন্ধ অশুভ আত্মার ছায়াসঙ্গি। তাই তৎক্ষণাৎ সাবধান হয়ে যাওয়াই শ্রেয়।

মিডল্যান্ডস প্যরানর্মাল সোসাইটি-র বিশেষজ্ঞদের দাবি, ওই আত্মা কতটা সংস্পর্শে আছে তা এই গন্ধ পাওয়ার ওপর নির্ভর করে। এমনকি সেই গন্ধ কতটা অস্বস্তিতে ফেলছে তাতেও বোঝা যায় আত্মার উপস্থিতি।