সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গ্রাহকদের জন্য লো’ভ’নী’য় অ’ফা’র নিয়ে এলো Airtel, ১ জিবি ডে’টা মাত্র ৬ টা’কা’য়

এক ধাক্কায় রিচার্জ প্ল্যানের দাম অনেক বাড়িয়ে দিয়েছে টেলিকম সংস্থাগুলি। এয়ারটেল গ্রাহকরা আগের মত প্রিপেড ব্যবহার করতে গেলে এখন অতিরিক্ত 25% টাকা খরচ করছেন। তবে পোষ্টপেইডের ক্ষেত্রে কিন্তু নতুন ডেটা বুস্টার প্যাক বাজারে এনেছে এয়ারটেল। এতে উপকৃত হবেন গ্রাহকেরা।

work-from-home সুবিধার্থে 100 টাকা থেকে 500 টাকার মধ্যে আনা হয়েছে এই বুস্টার প্যাক। এখানে 100 টাকার বুস্টার প্যাকে পাবেন 15 জিবি ডেটা। 1 জিবি ডেটার জন্য খরচ হবে 6.66 টাকা। কোম্পানির সর্বাধিক বিক্রিত পোষ্টপেইড বুস্টার প্যাক এটি। 200 টাকার প্ল্যানে 35 জিবি ডেটার সুবিধা পাওয়া যাচ্ছে। যেখানে 1 জিবি ইন্টারনেটের দাম পড়বে 5.71 টাকা।

300 টাকার প্ল্যানে 50 জিবি ডেটা পাওয়া যাচ্ছে। অর্থাৎ 1 জিবি ডেটার দাম পড়ছে 6 টাকা। 400 টাকার বুস্টার প্যাকে মিলছে ৯০ জিবি ডেটার সুবিধা। অর্থাৎ 1 জিবি ডেটার জন্য খরচ হবে 5.55 ঢাকা।

ডেটা বুস্টার প্যাকের যেকোনো একটি গ্রহণ করলে প্রতি মাসে সেগুলি আপনা আপনি পুনর্নবীকরণ হয়ে যায়। আপনি যদি এই পরিষেবা চালিয়ে যেতে না চান তাহলে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর মাই এয়ারটেল অ্যাপ থেকে সরিয়ে ফেলতে হবে। নতুবা বুস্টার প্যাকের বিল পরবর্তী মাসের বিলে অন্তর্ভুক্ত করা থাকবে।