সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নতুন বছরে সবচেয়ে স’স্তা’য় 5G ফোন কেনার সু’যো’গ, জলের দ’রে মি’ল’ছে এই স্মার্টফোন

দেশের ৫০টির বেশি শহরে ফাইভ জি সার্ভিস লঞ্চ করে ফেলেছে এয়ারটেল এবং রিলায়েন্স জিও। ইন্টারনেট ব্যবহারেও ঝড়ের গতিতে পরিবর্তন এসেছে। কিন্তু ইচ্ছে করলেই ফোনে 5জি সাপোর্ট আনতে পারবেন না তার জন্য দরকার ফাইভ-জি সাপোর্ট এর ফোন। 5G ফোন কিনতে করে এতদিন লাগতো ২৫ থেকে ৩০ হাজার টাকা। কিন্তু এখন সেই ছবি পুরোপুরি বদলে গেছে, মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই পাওয়া যাচ্ছে ফাইভ জি ফোন।

১৫০০০ টাকার কমে ফাইভ জি ফোন লঞ্চ হয়েছে ভারতে। ভারতে যত ফাইভজি ব্যান্ড রয়েছে সবকিছুকে সাপোর্ট করবে লাভা ব্লেজ 5G। 4 GB Ram এবং 128 GB স্টোরেজ রয়েছে এই ফোনে সেইসঙ্গে microSD সাপোর্ট পাওয়া যাবে। যদিও ভার্চুয়াল মেমোরি ফিচারে অতিরিক্ত 3 GB র‍্যাম পাওয়া যাবে। এই ফোনে 6.5 ইঞ্চি এইচডি ডিসপ্লে রয়েছে। অ্যান্ড্রয়েড টুয়েলভ অপারেটিং সিস্টেমে এই ফোন চলবে। আবার 5000 mAh ব্যাটারি এবং মিডিয়াটেক ডাইমেনসিটি রয়েছে 700 প্রসেসর। বর্তমানে এই ফোনের দাম ১০ হাজার ৯৯৯ টাকা।

No cost emi সুবিধা রয়েছে সেই সঙ্গে পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করেও কিনতে পারবেন এই ফোন।poco M5 5G ফোনে রয়েছে 4 GB Ram ও 64 GB স্টোরেজ। 512 MB পর্যন্ত মাইক্রো এসডি কার্ড সাপোর্ট করে। এই ফোনে রয়েছে 6.58 ইঞ্চি ডিসপ্লে। 50 MP প্রাইমারি ক্যামেরার সঙ্গে 2 MP সেকেন্ডারি ক্যামেরাও রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংর জন্য অতিরিক্ত সেন্সর রয়েছে 8 MP। মিডিয়াটেক ডাইমেন্সিটি রয়েছে 700 চিপসেট। এই ফোনের দাম শুরু হচ্ছে ১০৯৯৯ টাকা থেকে ফ্লিপকার্টে এই ফোন কিনতে গেলে পেয়ে যাবেন নানান আকর্ষণীয় অফার।

আরো খবর: রাতে শাশুড়িকে নিয়ে ঘর ছা’ড়’লে’ন জামাই, বি’ছা’না’য় বসে কেঁ’দে ভাসালেন শ্বশুর

আবার অন্যদিকে Redmi Note 10T 5G ফোন রয়েছে 4 GB Ram এবং 64 GB স্টোরেজ। এই ফোনে পেয়ে যাবেন 48 MP প্রাইমারি ক্যামেরার সঙ্গে 2 MP দেপট সেন্সর। 8 MP সেলফি ক্যামেরার সঙ্গে রয়েছে 5000 mAh ব্যাটারি। এই ফোনের দাম মাত্র ১২৯৯৯ টাকা। এরপরেই রয়েছে maplin S10 plus। এই ফোনে রয়েছে 4 GB Ram ও 128 GB স্টোরেজ। মাইক্রো এসডি কার্ড সাপোর্ট রয়েছে এই ফোনে।

১০ হাজার টাকার কমে এই ফোন বিক্রি হচ্ছে। এর পিছনে ও সামনে যথাক্রমে 10 ও 21 MP ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এছাড়াও ১৫০০০ টাকার কমই রয়েছে samsung galaxy M13 5G। এই ফোনে 4 GB Ram ও 64 GB স্টোরেজ পাবেন। 1 TB পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট করবে এই ফোন। অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেমের উপর নির্ভর করে চলবে এই ফোন। এই ফোনে 50 MP ক্যামেরার সঙ্গে থাকবে 5 MP সেলফি ক্যামেরা। এই ফোন কিনতে খরচ পড়বে ১৩৯৯৯ টাকা।