সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

SSC দুর্নীতি নিয়ে ব’ড়ো ত’থ্য, এবার তদন্ত দ্রু’ত শেষ করতে আসরে না’ম’লো ED

এসএসসি কাণ্ডে এবার আসরে নামল কেন্দ্রীয় সরকারের Enforcement Directorate (ইডি)। বারংবার অভিযোগ উঠছে SSC নিয়োগ দুর্নীতিতে বেআইনি অর্থ লেনদেন করা হয়েছে।

এই পরিপ্রেক্ষিতে সিবিআইয়ের পর এবার SSC মামলার তদন্ত শুরু করতে চলেছে ইডি! ইতিমধ্যেই এ বিষয়ে চাওয়া হয়েছে এফআইআর কপিও। ইডি সূত্রে জানা গিয়েছে, SSC মামলায় দায়ের হওয়া চারটি এফআইআর কপি চেয়ে পাঠানো হয়েছে। পাশাপাশি, বেশ কিছু নথি খতিয়ে দেখা হচ্ছে।

ইতিমধ্যে পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারীর মতো প্রভাবশালী সব ব্যক্তিদের নাম জড়িয়েছে SSC কাণ্ডে। এমনকি তাদের ডেকে সিবিআই তরফে জেরাও করা হয়েছে। সেক্ষেত্রে SSC-র নিয়োগে কোটি কোটি টাকা দুর্নীতিও হয়েছে।

আরো পড়ুন: আরিয়ান খানের মাম’লা’য় বি’ভ্রা’ন্তকর তদন্ত! সমীর ওয়াংখেরের বি’রু’দ্ধে ক’ঠো’র ব্যবস্থা

ওই টাকা কার কার পকেটে আশ্রয় নিয়েছে তাও খতিয়ে দেখবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার রাতে ইডি-র সদর দফতর থেকে কলকাতায় চিঠি পাঠানো হয় বলে জানা গিয়েছে। তার পর এসএসসি মামলার যাবতীয় নথি চেয়ে পাঠাচ্ছে ইডি। আধিকারিকরা বাগ কমিটির রিপোর্টও খতিয়ে দেখবেন বলে খবর।

এসএসসি নিয়োগ দুর্নীতিতে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে বলে অনুমান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। ফলে সেই বেআইনি লেনদেনের কথা জানতেই ইডির আগমন।

ইতিমধ্যেই দুই মন্ত্রী এবং SSC-র আধিকারিকদের সম্পত্তির তথ্য খতিয়ে দেখা শুরু করেছে সিবিআই। এরপরের কাজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির। SSC দুর্নীতি যে ঠিক কতটা নির্মম পর্যায়ে পৌঁছেছে এখন সেটাই দেখার। আর সেই কাজেই এবার হাত দিতে চলেছে ইডি।