সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অসম থেকে উত্তরবঙ্গ হয়ে পুরী, স্পেশাল ট্রে’নে’র ব্যবস্থা ক’র’লো রেল, ক’বে থেকে চ’ল’বে জেনে নিন

জগন্নাথ দেবের দর্শনের জন্য এবার ভক্তদের সুবিধার্থে বিশেষ প্যাকেজ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল উত্তর-পূর্ব সীমান্ত রেল। অসম থেকে স্পেশাল প্যাকেজ ট্রেন চালাবে উত্তর-পূর্ব সীমান্ত রেল। ডিসেম্বর মাসের 21 তারিখ থেকে শুরু করে 28 তারিখ পর্যন্ত টানা সাতদিন এই বিশেষ প্যাকেজ থাকবে বলে জানানো হয়েছে রেল কর্তৃপক্ষের তরফ থেকে।

আইআরসিটিসির রিজিওনাল ম্যানেজারের তরফ থেকে জানানো হয়েছে যে ডিব্রুগড় থেকে নিউ জলপাইগুড়ি হয়ে উড়িষ্যার পুরীতে গিয়ে থামবে এই স্পেশাল প্যাকেজ ট্রেন। আইআরসিটিসির নির্দিষ্ট হোটেলে যাত্রীদের থাকার ব্যবস্থা করে দেওয়া হবে। চন্দ্রভাগা সমুদ্র সৈকতেও পর্যটকরা ঘুরতে যেতে পারবেন। থাকছে সেই ব্যবস্থা।

এরপর পুরীর জগন্নাথ দেবের মন্দির এবং সাইটসিন হিসেবে কোনারকের মন্দির ও পুরীর সমুদ্র সৈকতে বিকেলে পর্যটকরা ঘুরতে যেতে পারেন। এই যাত্রাপথে থাকবেন একজন চিকিৎসক। যিনি যাত্রীদের সুবিধা-অসুবিধা পরীক্ষা করে দেখবেন। প্রত্যেক কোচে থাকবেন সিকিউরিটি। যাত্রীদের সবাইকে প্যাকেজ পানীয় জল প্রদান করা হবে।

একই সঙ্গে জানানো হয়েছে যে ট্রেনটি ছাড়ার পর উত্তর-পূর্বের বেশকিছু স্টেশনে স্টপেজ দেওয়া হবে। শিমুলগুড়ি, নিউ বনগাইগাঁও, নিউ কোচবিহার, গুয়াহাটি, নিউ জলপাইগুড়ি, ডিমাপুরসহ বেশকিছু স্টেশনে স্টপেজ থাকছে।